ভারতীয় ইয়াবা জব্দ
চাঁপাইনবাবগঞ্জে ১৩০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ, গ্রেপ্তার ২
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইয়াবা বহনের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১ হাজার ৩০০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ফতেপুর সীমান্তের চরহাসানপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন- শিবগঞ্জ উপজেলার বাবুপুর কাঁটাপাড়া এলাকার জিফরুল (৫০) ও বাবুপুর গমেরচর এলাকার জাহাঙ্গীর (৪০)।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজিবি জানায়, বুধবার রাত সাড়ে ১২টার দিকে চরহাসানপুর এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ জিফরুল ও জাহাঙ্গীর নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
৩৫৩ দিন আগে