মোটরসাইকেলের ২ আরোহী
নাটোরে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
নাটোরে সিংড়ায় ট্রাকচাপায় রুবেল ও নাদিম মাহমুদ নামে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (৫ জানুয়ারি) বিকাল ৪টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কে সিংড়া উপজেলার নিঙ্গুইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার খেয়ালী মধ্যপাড়া গ্রামের রুবেল ও নাদিম মাহমুদ। আহত শামসুদ্দিনও একই এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া থেকে মোটরসাইকেল করে রুবেল, নাদিম ও শামসুদ্দিন নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতিবিলে যাচ্ছিলেন। পথে একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই রুবেল ও নাদিম নিহত হন। আহত শামসুদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভার্তি করা হয়।
আরও পড়ুন: জকিগঞ্জে ট্রাকচাপায় সিএনজির যাত্রী নিহত
ঝলমলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘ট্রাকটিকে শনাক্তের চেষ্টা করছে পুলিশ। এ বিষয়ে সড়ক আইনে মামলার প্রস্তুতিও চলছে।’
২ দিন আগে
দিনাজপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
দিনাজপুরের পার্বতীপুরে চাকা ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারানো একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে পার্বতীপুরের ঝেল্লার ডাঙ্গা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নীলফামারীর সৈয়দপুরের কিসমত কামারপাড়ার তানভিরুল ইসলাম মোহন (মোটরসাইকেল চালক) এবং জেলা সদরের পিলারডাঙ্গাপাড়ার তানজিন আক্তার (আরোহী)।
আরও পড়ুন: ধলেশ্বরী টোল প্লাজায় বাসের ধাক্কায় এক পবিারের ৫ জন নিহত
স্থানীয়রা জানান, ঝেল্লার ডাঙ্গা মোড়ে ডিম বহনকারি একটি পিকআপের সামনের ডানদিকের চাকা ফেটে যাওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে সেটি একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালক ও আরোহী ঘটনাস্থলেই নিহত হন।
পাবর্তীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যান। পিকআপটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটিও হেফাজতে নেওয়া হয়েছে।
১ সপ্তাহ আগে