সুশাসন কায়েম
‘ক্ষমতায় যাওয়া নয়, সুশাসন কায়েম করাই জামায়াতে ইসলামীর উদ্দেশ্য’
ক্ষমতায় যাওয়া নয়, দেশে সুশাসন কায়েম করাই জামায়াতে ইসলামীর একমাত্র উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আমরা যদি দেশের জন্য মানুষের জন্য কাজ করি, তাহলে আপনাদের অন্তরের ভালোবাসা চাই। ভালোবাসার সঙ্গে সমর্থন ও সহযোগিতা চাই।’
শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে যশোর ঈদগাহ ময়দানে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘আওয়ামী লীগ দুঃশাসন ও দুর্নীতিতে দেশ ডুবিয়ে দিয়েছে। গায়ের জোরে দেশ শাসন করার নামে সাড়ে ১৫ বছর শোষণ করেছে। (আওয়ামী লীগের শাসনামলে) জুলুম-নির্যাতন ছিল অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি।’
মানুষের সমান অধিকারের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘দেশে সংখ্যালঘু-সংখ্যাগুরু বলে কিছু নেই। সাংবিধানিকভাবে সবাই সমান। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই মিলেমিশে বসবাস করি।’
এ সময় সংখ্যালঘু নাগরিকদের উদ্দেশে তিনি বলেন, ‘কেউ যদি আপনাদের সংখ্যালঘু বলে, চিৎকার করে বলবেন- আমরা রাষ্টের নাগরিক, আমাদের সবার অধিকার সমান।’
আরও পড়ুন: গণহত্যাকারীদের রাজনীতি করার কোনো অধিকার নেই: জামায়াতের আমীর
জামায়াত আমির বলেন, ‘পুরাতন জেলা হিসেবে যশোরে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। ক্ষমতায় যাওয়ার আগে উন্নয়নের কথা বলে পা ছুঁয়ে সালাম নেয় আর ক্ষমতায় গেলে তা ভুলে যায়। জামায়াতে ইসলামী খেদমত করার সুযোগ পেলে সুষম বণ্টনের মাধ্যমে দেশের উন্নয়ন করবে।’
সম্মেলনে অন্যান্য নেতাদের মধ্যে বক্তৃতা করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসেন, মুহাদ্দিস আব্দুল খালেক, মাওলানা আজিজুর রহমান, ঝিনাইদহ জামায়াতের আমির অধ্যাপক আলী আজম, সাতক্ষীরা জেলা আমির শহিদুল ইসলাম মুকুল, মাগুরা জেলা আমির এমবি বাকের, নড়াইল জেলা আমির আতাউর রহমান বাচ্চু, জুলাই-আগস্ট আন্দোলনে শহিদ আব্দুল্লাহর পিতা আব্দুল জব্বার, যশোর জেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, যশোর পূর্ব আমির মাওলানা আব্দুল আজিজ, ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, যশোর জেলা কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, জামাত নেতা সাবেক ভিপি আব্দুল কাদের প্রমূখ।
৩৪৩ দিন আগে