দাপ্তরিক কার্যক্রম
আইন-বিধি মেনে দাপ্তরিক কার্যক্রমে শৃঙ্খলা নিশ্চিতের আহ্বান তথ্য সচিবের
সরকারি দপ্তরের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও শৃঙ্খলা বজায় রাখতে আইন ও বিধির যথাযথ প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।
মঙ্গলবার (২০ মে) ঢাকার তথ্য ভবনে আয়োজিত ‘মামলা পরিচালনায় সহায়ক আইনকানুন ও কৌশল’ বিষয়ক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। কর্মশালাটির আয়োজন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
সচিব বলেন, ‘আইন-বিধি মেনে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে হবে। সরকারি কার্যক্রম বাস্তবায়নে আইন-বিধির যথাযথ প্রয়োগের মাধ্যমে দাপ্তরিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব। কোনো কর্মকর্তা-কর্মচারীর গাফিলতির কারণে যেন সরকারের বিরুদ্ধে মামলা না হয়, সে বিষয়েও সবাইকে সচেতন থাকতে হবে।’
তিনি বলেন, ‘আইন মানুষের জীবনকে শৃঙ্খলিত করে। রাষ্ট্রের প্রতিটি স্তরে আইনের শাসন প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। যে দেশে আইনের শাসন যত বেশি, সেই দেশ তত উন্নতভাবে পরিচালিত হয়।’
আরও পড়ুন: নতুন কুতুবদের ভাষা-বিবৃতি শুনলে মনে হয়, তারা বিশৃঙ্খলা চাইছে: ফখরুল
দাপ্তরিক কার্যক্রমে আইনের গুরুত্ব তুলে ধরে মাহবুবা ফারজানা বলেন, ‘নথি উপস্থাপন ও নিষ্পত্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন, নীতি ও বিধি অনুসরণের বিকল্প নেই। আমাদের জীবন ও প্রশাসনিক কার্যক্রম আইনি কাঠামোর মাধ্যমে পরিচালিত হয়। তাই প্রত্যেক নাগরিকের পাশাপাশি সরকারি কর্মকর্তা-কর্মচারীদেরও আইন সম্পর্কে প্রয়োজনীয় ধারণা রাখা উচিত।’
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আইন বিষয়ে প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সচিব বলেন, ‘ভূমি ব্যবস্থাপনা আইন, সরকারি সম্পত্তি রক্ষা, সার্টিফিকেট মামলা ইত্যাদি বিষয়ে পরিষ্কার ধারণা থাকা অপরিহার্য।’ প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তব কাজে প্রয়োগের আহ্বান জানান তিনি।
কর্মশালায় আরও বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা মো. মাসুদ পারভেজ এবং যুগ্ম সচিব কাজী জিয়াউল বাসেত।
দিনব্যাপী এই কর্মশালায় গণযোগাযোগ অধিদপ্তর, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মোট ৪৮ জন কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।
১৯৯ দিন আগে
সচিবালয়ের দাপ্তরিক কার্যক্রম একদিনও বন্ধ রাখা হবে না: উপদেষ্টা আসিফ মাহমুদ
সচিবালয়ের কার্যালয় আগুনে পুড়ে যাওয়ায় দাপ্তরিক কার্যক্রম একদিনের জন্যেও বন্ধ রাখা হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি বলেন, আপাতত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের খালি কক্ষগুলোতে রবিবার (২৯ ডিসেম্বর) থেকে দাপ্তরিক কাজ শুরু করবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
শনিবার (২৮ ডিসেম্বর) ঢাকার হেয়ার রোডস্থ স্থানীয় সরকার উপদেষ্টার বাসভবনের সভাকক্ষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে উপদেষ্টা এসব কথা বলেন।
আরও পড়ুন: কুমিল্লাকে শিগগিরই বিভাগ করা হবে: উপদেষ্টা আসিফ মাহমুদ
উপদেষ্টা বলেন, ‘মন্ত্রণালয়ের চলমান জনবান্ধব উন্নয়ন কার্যক্রমকে ব্যাহত করা এবং বিগত সরকারের দুর্নীতির তথ্য লোপাট করার ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেওয়া হবে না।’
পূর্বের চেয়ে আরও দৃঢ় চিত্তে মন্ত্রণালয়ের কার্যক্রমকে গতিশীল করতে সকল কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দেন উপদেষ্টা আসিফ মাহমুদ।
৩৪২ দিন আগে