স্কুইড গেম সিজন ২
স্কুইড গেম সিজন-২: জনপ্রিয় যেসব চরিত্র
একসঙ্গে ৭টি পর্বে মুক্তি পেলো বহুল প্রতীক্ষিত কোরিয়ান ধারাবাহিক স্কুইড গেমের দ্বিতীয় কিস্তিটি। গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) নেটফ্লিক্সে একসঙ্গে ৭টি পর্বে মুক্তি পায় ধারাবাহিক স্কুইড গেমের দ্বিতীয় কিস্তিটি।
হোয়াং ডুং-হিয়কের পরিচালনায় খেলাকে ঘিরে প্রাণবন্ত হয়ে উঠেছে প্রতিটি চরিত্রের সুখ-দুঃখ, হতাশা ও আভ্যন্তরীণ দ্বন্দ্বে পরিপূর্ণ জটিল মনস্তত্ত্ব। প্রথম কিস্তির মতো এবারেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে থ্রিলার সিরিজটির বৈচিত্র্যপূর্ণ চরিত্রগুলো। চলুন, সেগুলোর মধ্য থেকে সর্বাধিক জনপ্রিয় ৮টি চরিত্রের নানা দিক সম্বন্ধে পর্যালোচনা করা যাক।
স্কুইড গেম সিজন ২-এর শীর্ষ ৮টি চরিত্র
.
সংগি-হন: প্লেয়ার ৪৫৬| লি ঝুং-জে
বিজয়ী হিসেবে বেঁচে থাকা একমাত্র ব্যক্তি সং গি-হন তিন বছরেরও বেশি সময় ধরে খুঁজে চলেছে বেনামী ‘রিক্রুটার’কে। উদ্দেশ্য একটাই, আর তা হচ্ছে অমানবিক স্কুইড গেমকে ধ্বংস করা। দ্বিতীয় সিজনে তার এক বিস্ময়কর এবং অনুপ্রেরণাদায়ক রূপান্তর দেখা গেছে। আর তা হচ্ছে- এক সময়ের ঋণগ্রস্ত জুয়ারি থেকে পাল্টে গিয়ে আবেগপ্রবণ ও নৈতিক দ্বন্দ্বে জর্জরিত ব্যক্তির আগমন। ইল-নাম (প্লেয়ার ০০১)’কে রক্ষা করা থেকে শুরু করে পুরো সিস্টেমের বিরুদ্ধে তার একাকী ভূমিকা প্রধান চরিত্র হিসেবে ন্যায্যতা পেয়েছে। কোমলতা ও অটল সংকল্পের নিবিষ্ট মেলবন্ধনের চিত্রায়নের জন্য থ্রিলারপ্রেমিরা আলাদাভাবে মনে রাখবেন লি ঝুং-জে’কে।
আরো পড়ুন: কবে আসছে ‘স্কুইড গেম: সিজন ৩’?
কিম ঝুন-হি: প্লেয়ার ২২২| ঝো ইউ-রি
পেছনের গল্পটা না জানা গেলেও গর্ভবতী অবস্থায় টুর্নামেন্টে অংশ নেওয়া কিম ঝুন-হি বেশ শক্তিশালী একটি চরিত্র। সহ প্রতিযোগী লি মাইয়ং-গি’র পাশে দাঁড়ানোর বিষয়টি তার নৈতিক অবস্থানকে বিশেষায়িত করে। এছাড়াও কিম ইয়ং-মি’র ভাগ্য নির্ধারণের দৃশ্যগুলোতে কিম ঝুন-হি’র বাস্তববাদী চিন্তা চরিত্রটিতে নতুন পর্যায় যোগ করে। তার শান্ত আচরণ এবং পক্ষপাতহীনতা তাকে স্বতন্ত্রতার পাশাপাশি দিয়েছে মর্যাদা। গল্পে অন্যান্য প্রতিযোগীদের মতো পর্দার বাইরে থেকে দর্শকরাও তার এই স্বকীয়তাকে গভীরভাবে অনুভব করেছে।
ছো হিয়ন-জু: প্লেয়ার ১২০| পার্ক সং-হুন
অস্ত্রপোচারের মাধ্যমে শারীরিক পরিবর্তনের খরচ যোগাতে খেলায় অংশ নেয় ট্রান্সজেন্ডার ছো হিয়ন-জু। তার অংশগ্রহণের আরও একটি উদ্দেশ্য হচ্ছে তার মতো জীবনধারণ করা মানুষগুলোকে অনুপ্রাণিত করা। তার এই মহানুভব দিকটি প্রকাশিত হয় প্রতিযোগিতার ‘গ্লাস ব্রিজ’ নামের শ্বাসরুদ্ধকর পর্বটিতে। যখন তার স্বীকারোক্তিতে উঠে আসে যে, সে শুধু নিজের জন্য এখানে আসেনি। তার আবেগঘন মুহূর্তগুলো গেমের নিষ্ঠুরতা ও বিশৃঙ্খলার মাঝে এক চিলতে মানবিক পরশ হিসেবে কাজ করেছে। সেই সঙ্গে তার সাহসিকতা তাকে করে তুলেছে সিজনের সবচেয়ে প্রভাবশালী।
আরো পড়ুন: বাংলাদেশি চলচ্চিত্র ২০২৫: দর্শক মাতাতে মুক্তির মিছিলে যেসব ঢালিউড সিনেমা
ঝাং জিয়ম-ঝা: প্লেয়ার ১৪৯| খাং এ-শিম
ছেলে ইয়ং-সিককে ঋণের বোঝা থেকে মুক্ত করতে মা ঝাং জিয়ম-ঝায়ের প্রবেশ ঘটে এই প্রাণঘাতী খেলায়। কিন্তু টুর্নামেন্টে প্রবেশের পর তার ছেলেকেও সে একজন প্রতিযোগী রূপে দেখতে পায়। সবচেয়ে মর্মান্তিক রেড লাইট গ্রিন লাইট রাউন্ডে তার আকস্মিক ধাক্কা ও অনুশোচনা সত্ত্বেও সে অদম্য স্পৃহা নিয়ে সামনে অগ্রসর হয়। হৃদয়ের গহীনে লুকিয়ে থাকা প্রজ্জ্বলন ও ভিয়েতনাম যুদ্ধের অভিজ্ঞতা ভিন্ন মাত্রা লেপন করেছে এই চরিত্রের ওপর। কুসংস্কারাচ্ছন্নতা ও ছো হিয়ন-জুয়ের সঙ্গে তার বন্ধুত্ব চিহ্নিত করেছে তার বৈশিষ্ট্যের চড়াই-উৎড়াইগুলোকে। সব মিলিয়ে ঝাং জিয়ম-ঝা একাই পুরো নির্দয় উপাখ্যানকে টেনে নিয়ে গেছেন ফ্যামিলি ড্রামার রজ্জুতে বেঁধে।
৩ দিন আগে
কবে আসছে ‘স্কুইড গেম: সিজন ৩’?
সদ্য মুক্তিপ্রাপ্ত সিজন ২- এর রেশ কাটতে না কাটতেই আবারও সামনে এলো সাড়া জাগানো কোরিয়ান সিরিজ স্কুইড গেমের সিজন ৩- এর ঘোষণা। অবশ্য দ্বিতীয় কিস্তির ইতি যেভাবে টানা হয়েছে তাতে আরও যে একটি নতুন সিজন আসতে চলেছে তা বলাই বাহুল্য। তবে এবার আসন্ন সেই কিস্তির মধ্যে দিয়েই শেষ হতে যাচ্ছে নেটফ্লিক্স অরিজিনাল সিরিজটি। চলুন, বিগত সিজনগুলোর পটভূমিতে নতুন সিজনের ব্যাপারে ভক্তদের উৎকণ্ঠা এবং সেই কাঙ্ক্ষিত স্কুইড গেম তৃতীয় সিজন মুক্তির দিনক্ষণটি জেনে নেওয়া যাক।
স্কুইড গেম বৃত্তান্ত
শিশুদের খেলা দিয়ে হলেও ভয়ঙ্কর প্রাণঘাতী ফলাফল সমন্বিত একটি প্রতিযোগিতাকে কেন্দ্র করে নির্মিত এই ডিস্টোপিয়ান সিরিজ। প্রাণের ভয় থাকার পরেও ৪৫ দশমিক ৬ বিলিয়ন ওন জেতার লোভে গেমে অংশ নেয় ৪৫৬ জন তরুণ-তরুণী। এই প্রতিযোগিদের মধ্যকার আবেগ ও উৎকণ্ঠার সন্নিবেশে সার্ভাইভাল সিরিজটি রচনা ও পরিচালনা করেছেন হোয়াং ডুং-হিয়ক। তার সঙ্গে যৌথভাবে সিরিজটির নির্বাহী প্রযোজনায় ছিলেন কিম ঝি-ইয়ান, যিনি সিজন-২ তে সরাসরি প্রযোজনায় সম্পৃক্ত হয়েছেন। কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন লি ঝুং-জে এবং গুরুত্বপূর্ণ চরিত্র দ্যা ফ্রন্ট ম্যানের ভূমিকায় আছেন লি বিয়ং-হান।
আরো পড়ুন: মাস্তি ৪: আসছে বলিউডের জনপ্রিয় কমেডি মুভির চতুর্থ সংস্করণ
এক নজরে বিগত দুই সিজন
২০২১ সালের ১৭ সেপ্টেম্বর প্রিমিয়ার হওয়া প্রথম সিজনে দর্শকরা পরিচিত হন স্কুইড গেমের সঙ্গে। প্রতিযোগিতায় মূল চরিত্র সং গি-হানের জয়লাভের মধ্য দিয়ে শেষের দিকে আবির্ভাব ঘটে গেমের নেপথ্যে থাকা রহস্যময় দ্যা ফ্রন্ট ম্যানের। তারপর তিন বছরের দীর্ঘ বিরতির পর গত ২৬ ডিসেম্বর নেটফ্লিক্সে আসে সিজন-২। এ অংশে বিজয়ী গি-হান পুনরায় অংশ নেয় গেমে। কিন্তু এবার জিততে নয়, বরং তার একমাত্র উদ্দেশ্য থাকে পুরো গেমকে ধ্বংস করা।
সিজন ৩ নিয়ে ভক্তদের উত্তেজনা
দ্বিতীয় কিস্তির সিজন ফিন্যালের পরিণতিসহ পোস্ট-ক্রেডিট সিনটি দর্শকদের নতুন সিজন দেখার আগ্রহকে অনেক বাড়িয়ে দিয়েছে। সেখানে দেখা যায় খেলার রেড লাইট-গ্রীন লাইট পর্বের সেই স্কুল ইউনিফর্ম পরিহিত ভয়ঙ্কর রোবট কিশোরীকে। নির্মাতা হোয়াং নিজেও নতুন সিজনের সম্ভাব্য গন্তব্যের ব্যাপারে বলতে যেয়ে এই ক্লিপটি ভালভাবে দেখার ইঙ্গিত দিয়েছেন। পরিচালকের বিবৃতির অনুসারে, তৃতীয় সিজনে সম্পূর্ণ ভিন্ন রূপে দর্শকদের সামনে আবির্ভূত হবে গি-হান চরিত্রটি। এই ঘোষণা ভক্তদের কৌতূহলে রীতিমত অগ্নুৎপাত ঘটিয়েছে। সকলের চিন্তা ভাবনা এখন গি-হানের পরিবর্তন নিয়ে। কাছের সব বন্ধুদের হারানো এবং একের পর এক ব্যর্থতার মুখোমুখি হওয়া গি-হানের আবির্ভাবটা কেমন হতে যাচ্ছে! তার পরের পদক্ষেপ কী হবে? তার ভেতর কি অন্য কোনও রূপ লুকিয়ে আছে? দ্যা ফ্রন্ট ম্যানের প্রতি তার প্রতিক্রিয়াটা কেমন হতে যাচ্ছে? এরকম প্রশ্ন উত্তেজনার খোরাক যোগাচ্ছে কোরিয়ান থ্রিলারপ্রেমিদের মধ্যে।
আরো পড়ুন: ‘ব্ল্যাক মানি’: পূজা চেরী ও রুবেলকে নিয়ে রায়হান রাফীর প্রথম ওয়েব সিরিজ
কবে মুক্তি পাচ্ছে ‘স্কুইড গেম’ সিজন ৩
দ্বিতীয়টি সম্প্রচারের আগেই রিনিউ করা হয়েছিলো তৃতীয় সিজন, যেখানে ইতোমধ্যে শেষ করা হয়েছে সমাপ্তি পর্বগুলোর শুটিং। হোয়াংয়ের বিবৃতিতে সুনির্দিষ্ট তারিখটি না থাকলেও বলা হয়েছে যে, ২০২৫ সালের সামার বা ফলে প্রিমিয়ারের সম্ভাবনা রয়েছে চূড়ান্ত সিজনের।
শেষাংশ
নির্মাতা হোয়াংয়ের বিবৃতি অনুসারে আশা করা যাচ্ছে, ২০২৫ সালের জুন পরবর্তী সময়ের মধ্যে মুক্তি পেতে পারে স্কুইড গেম সিজন ৩। দ্বিতীয় কিস্তির রূদ্ধঃশ্বাস পরিণতিতে সমূহ উত্তেজনার জোয়ারে ভাসছে ভক্তরা। আসন্ন মৌসুমে তাই সং গি-হানের নতুন রূপটা দেখার জন্য মুখিয়ে রয়েছেন কোরিয়ান সিরিজপ্রেমিরা। এই পরিপ্রেক্ষিত নিশ্চিত করছে যে, আগের সিজন দুটোর সাফল্যের ধারাবাহিকতা শেষ পর্যন্ত থাকবে।
আরো পড়ুন: বাংলাদেশি চলচ্চিত্র ২০২৫: দর্শক মাতাতে মুক্তির মিছিলে যেসব ঢালিউড সিনেমা
৫ দিন আগে