প্রবেশ নিষিদ্ধ
থার্টি ফার্স্ট নাইট: বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করল ঢাবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ৩১ ডিসেম্বর রাতে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৭টা থেকে ১ জানুয়ারি ২০২৫ ভোড় ৫টা পর্যন্ত এ বিধিনিষেধ কার্যকর থাকবে।
এ সময় শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি মোড়, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত এলাকায় প্রবেশ পথ বন্ধ থাকবে।
আরও পড়ুন: প্রাতিষ্ঠানিক শিক্ষায় ফেসবুক-ইউটিউব ব্যবহার করছেন ঢাবি শিক্ষার্থীরা
শুধুমাত্র বৈধ পরিচয়পত্রধারী ঢাবি শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন, অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার যানবাহন এবং চিকিৎসক, রোগী ও সাংবাদিক বহনকারী যানবাহন চলাচল করতে পারবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময়ে বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠান, আতশবাজি, আকাশে ফানুস উড়ানো বা বিস্ফোরক দ্রব্য ব্যবহারের অনুমতি দেওয়া হবে না।
১ সপ্তাহ আগে