প্রাণ গেল পথচারীর
সেনাবাহিনীর গাড়িবহরের কামানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর
দিনাজপুরের খানসামায় সেনাবাহিনীর গাড়িবহরে সংযুক্ত কামানের ধাক্কায় ইমান আলী নামে এর বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন।
বুধবার (১ জানুয়ারি) দুপুরে দিনাজপুর থেকে পঞ্চগড় যাওয়ার পথে খানসামা পৌর শহরের থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমান আলী খানসামার পূর্ব বাশুলী গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, শীতকালীন মহড়ায় অংশ নিতে দিনাজপুরের পাবর্তীপুর খোলাহাটি ক্যান্টমেন্ট থেকে গাড়িবহর নিয়ে পঞ্চগড়ে যাচ্ছিল সেনাবাহিনীর একটি দল। পথিমধ্যে টাওয়ার গানের (কামান টেনে নেওয়ার বিশেষ ট্রাক) পেছনে থাকা কামানের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার ওপর ছিটকে পড়েন ইমান আলী। এ সময় টাওয়ার গানে সংযুক্ত কামানের চাকায় পৃষ্ট হয়ে নিহত হন তিনি।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের হক বলেন, ‘ওই বৃদ্ধ অসুস্থ ছিলেন। ওষুধ কিনতে এসে দুর্ঘটনায় মৃত্যু হয় তার।’
পরে সেনা কর্মকর্তারা নিহতের বাড়িতে গিয়ে স্বজনদের সমবেদনা জ্ঞাপনসহ সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
১২০ দিন আগে