ফেরত দিল বিএসএফ
ভারতে আটক ৪ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
ভারতে আটক চার বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। অবৈধভাবে ভারতে গিয়ে আটক হয়েছিলেন তারা।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকালে মাধবপুর উপজেলার হরিণখোলা বিওপিতে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়।
এর আগে বুধবার (১ জানুয়ারি) বিকালে অবৈধভাবে ভারতীয় সীমান্তে অনুপ্রবেশ করলে বিএসএফ তাদের আটক করে।
আরও পড়ুন: সিলেট সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারী ৪ ভারতীয় আটক
চার বাংলাদেশি হলেন- মাধবপুর উপজেলার গন্ধর্ভপুর গ্রামের আকাশ মিয়া, তার স্ত্রী সাথী আক্তার, শিশু কন্যা ফাতেমা আক্তার ও অপরজন হচ্ছেন একই গ্রামের আল আমীন
বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়ানের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এ বি এম শাহরিয়ার সুমন বিষয়টি নিশ্চিত করে জানান, দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে গিয়ে আটক হয়েছিলেন তারা। পরে হবিগঞ্জ ব্যাটালিয়ানের অধীন হরিণখোলা ও প্রতিপক্ষ ১০৪ বাটালিয়ানের বিএসএফ সিধাই ক্যাম্পের কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেয় বিএসএফ। অবৈধভাবে সীমান্ত অনুপ্রবেশের অপরাধে আটক ব্যক্তি ও দুই দালালের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
১ সপ্তাহ আগে