বিদায়ী বছর
ডিসেম্বরে সারা দেশে সড়কে ঝরেছে ৫৩৯ প্রাণ
বিদায়ী বছরের ডিসেম্বর মাসে সারা দেশে মোট ৫০৪টি সড়ক দুর্ঘটনায় ৫৩৯ জন মানুষ প্রাণ হারিয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৭৬৪ জন।
শনিবার (৪ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।
৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল ও ইলেকট্রনিক মিডিয়ার তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করেছে সংগঠনটি।
ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, এসব দুর্ঘটনার মধ্যে ৩টি নৌ-দুর্ঘটনায় ৩ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন; ১৯টি রেল দুর্ঘটনায় ১৪ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।
মোট নিহতের মধ্যে ৭৯ জন নারী ও ৭৭টি শিশু রয়েছে বলে বিজ্ঞপ্তি থেকে জানা গেছে।
এছাড়া, সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ২০৬ জন (৩৮.২১ শতাংশ) মোটরসাইকেল আরোহী; ১১৪ জন (২১.১৫ শতাংশ) পথচারী ছিলেন, আর ৭২ জন (১৩.৩৫ শতাংশ) ছিলেন যানবাহনের চালক ও সহকারী।
রোড সেফটি ফাউন্ডেশনের বিশ্লেষণ অনুযায়ী, জাতীয় মহাসড়কে ১৯৩টি (৩৮.২৯ শতাংশ); আঞ্চলিক সড়কে ২১৪টি (৪২.৪৬ শতাংশ); গ্রামীণ সড়কে ৫৫টি (১০.৯১ শতাংশ); শহুরে সড়কে ৩৮টি (৭.৫৩ শতাংশ) এবং অন্যান্য স্থানে ৪টি (০.৭৯ শতাংশ) দুর্ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: নভেম্বরে সারাদেশে সড়কে ৪৬৭ জনের প্রাণহানি: রোড সেফটি ফাউন্ডেশন
এসব দুর্ঘটনার মধ্যে মুখোমুখি সংঘর্ষ ৯৮টি (১৯.৪৪ শতাংশ); নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটেছে ২৪৭টি (৪৯ শতাংশ); পথচারীকে চাপা বা ধাক্কা দেওয়ায় ১১৬টি (২৩ শতাংশ); যানবাহনের পেছনে ধাক্কার ঘটনা ৩৫টি (৬.৯৪ শতাংশ) এবং ৮টি (১.৫৮ শতাংশ) দুর্ঘটনা অন্যান্য কারণে ঘটেছে।
বেপরোয়া গাড়ি চালানো, মহাসড়কে ধীরগতির যানবাহন, চালকদের জন্য নির্ধারিত বেতন ও কর্মঘণ্টা না থাকা, অপর্যাপ্ত ট্রাফিক ব্যবস্থাপনা, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সীমিত সক্ষমতা এবং গণপরিবহন খাতে চাঁদাবাজির প্রকোপসহ দেশের সড়কে হতাহতের সংখ্যা বেশি হওয়ার বেশ কয়েকটি কারণ চিহ্নিত করেছে সংস্থাটি।
গত নভেম্বর মাসে সারা দেশে ৫৪১টি সড়ক দুর্ঘটনায় ৪৬৭ জন নিহত ও ৬৭২ জন আহত হয় বলে জানিয়েছিল রোডর সেফটি ফাউন্ডেশন।
১২০ দিন আগে