১০-১২ দিন
‘১০-১২ দিনে সচিবালয়ের অগ্নিদগ্ধ ভবনের সংস্কার সম্পন্ন হবে’
সচিবালয়ের পুড়ে যাওয়া ৭ নম্বর ভবনের চারটি ফ্লোরের সংস্কার কাজ আগামী ১০-১২ দিনের মধ্যে সম্পন্ন হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. হামিদুর রহমান খান।
রবিবার (৫ জানুয়ারি) ভবনটি পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা জানান। অগ্নিকাণ্ডের ঘটনার ১১ দিন পর এ ভবনটি খুলে আজ দেওয়া হয়েছে।
গণপূর্ত সচিব বলেন, ‘ক্ষতিগ্রস্ত চারটি ফ্লোরের সংস্কার কাজ ১০ থেকে ১২ দিনের মধ্যে আমরা করে দিতে পারব। আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সংস্কার কাজ শেষ করা যায়।’
আরও পড়ুন: সচিবালয়ে অগ্নিকাণ্ড: প্রাথমিক তদন্তে নাশকতার প্রমাণ পাওয়া যায়নি
তিনি বলেন, ‘৭ নম্বর ভবনে এখনও পানি সরবরাহ করা সম্ভব হয়নি। আশা করছি আজকের মধ্যে তা সম্ভব হবে।’
৩৩৪ দিন আগে