ছেলের কারাদণ্ড
চাঁদপুরে বাবা-মাকে মারধর করায় ছেলের কারাদণ্ড
চাঁদপুরে বাবা-মাকে মারধর করায় ইসমাইল চৌধুরী মানিক নামে এক সন্তানকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ জানুয়ারি) এ ঘটনা ঘটে। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত।
সৈকত ইউএনবিকে জানান, মানিকের বাবা ও মা আমাদের কাছে ও মডেল থানায় সরাসরি এসে লিখিত অভিযোগ করেছেন। সেখানে তারা প্রতিনিয়ত মারধরের শিকার হওয়ার কথা উল্লেখ করেছেন। যার কারণে মডেল থানার সহযোগিতা নিয়ে আমরা ঘটনাস্থলে যাই।
এছাড়া মানিক যে তার মা-বাবাকে মারধর করেন, স্থানীয়রাও আমাদের তা জানায় বলে জানান চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা।
আরও পড়ুন: মাদকসহ গ্রেপ্তার ববি ছাত্রলীগ নেতার কারাদণ্ড
পরে ছেলে (মানিক) নিজেও স্বীকারোক্তি দেন। এরপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মানিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
১ দিন আগে