নিজ বাসভবন
নিজ বাসভবন থেকে ওসির ঝুলন্ত লাশ উদ্ধার
নিজ বাসভবন থেকে শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) তাকে জানালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার সহকর্মীরা। পরে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
আল-আমিন মুলাদি থানার কাচির চর এলাকার বাসিন্দা। স্ত্রী ও দুই মেয়ে নিয়ে ছিল তার সংসার। গত বছরের ২৪ সেপ্টেম্বর জাজিরা থানায় যোগদান করেন এই পুলিশ কর্মকর্তা।
পরিবার সূত্রে জানা যায়, কিছুদিন ধরে হতাশায় ভুগছিলেন আল-আমিন। গতকাল (বৃহস্পতিবার) দুপুরে তার বাসভবনে জানালার সঙ্গে তার দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান সহকর্মীরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ সুপারসহ অন্যান্যরা। পরে সিআইডির টিম গিয়ে তার পরিবার ও জেলা ম্যাজিস্ট্রেটের সামনে লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেলে ময়নাতদন্তের জন্য পাঠায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে ঘটনার আসল কারণ ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।
আরও পড়ুন: সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ৩ দিনের রিমান্ডে
শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শেখ শরীফুজ্জামান বলেন, ‘ওসি আল-আমিন দীর্ঘদিন ধরে ডিপ্রেশনে ভুগছিলেন। (বৃহস্পতিবার) দুপুরে আমরা অফিস করার সময় হঠাৎ জাজিরা থেকে ফোন আসে ওসির লাশ ঝুলে আছে। এরপর জেলা ম্যাজিস্ট্রেট ও ইউএনওসহ আমরা দ্রুত ঘটনাস্থলে চলে যাই।’
১১৩ দিন আগে