স্পিডবোট-বাল্কহেড
মুন্সীগঞ্জে স্পিডবোট-বাল্কহেডের সংঘর্ষে নিহত ২
মুন্সীগঞ্জের গজারিয়ার মেঘনা নদীতে স্পিডবোট ও বাল্কহেডের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কালিপুরা ঘাটের অদূরে মেঘনায় নদীতে এ দুর্ঘটনা ঘটে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ওদুদ ওই উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ জামালপুর গ্রামের মামুন বেপারির ছেলে এবং নিহত বাবুলের নাম জানা গেলেও তার ঠিকানা এখনও পাওয়া যায়নি। এছাড়া আহত হালিম গজারিয়া উপজেলার দক্ষিণ জামালপুর গ্রামের বাচ্চু প্রধানের ছেলে।
ওসি আরও জানান, স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ওদুদ ও বাবুলকে মৃত
ঘোষণা করেন। গুরুতর আহত হালিমকে ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, ‘দুর্ঘটনায় আরও লোক নিখোঁজ বা মারা গেছেন বলে শোনা গেলেও এখনও নিশ্চিত হওয়া যায়নি।’
তিনি আরও বলেন, ‘শোনা যাচ্ছে- হতাহতদের মধ্যে মেঘনায় অবৈধ বালু উত্তোলন এবং নৌপথে দস্যুতার সঙ্গে জড়িতরাও রয়েছে। এর সঙ্গে সংশ্লিষ্টরা পালিয়ে গেছে।’
নিহতদের লাশ পুলিশ হেফাজতে রয়েছে বলে জানান ওসি।
৬৭ দিন আগে