ট্রাকস্ট্যান্ড
তেজগাঁওয়ের ট্রাকস্ট্যান্ডের গ্যারেজের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর তেজগাঁও ট্রাকস্ট্যান্ডের একটি গ্যারেজে লাগা আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রবিবার (১২ জানুয়ারি) সকাল ৮টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি) সদর দপ্তরের মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জাসিম জানান, সকাল ৮টার দিকে গ্যারেজে আগুনের সূত্রপাত হয়। তবে গ্যারেজের বিষয়ে বিস্তারিত কিছু তিনি জানাননি।
আরও পড়ুন: পল্টনের মানিকগঞ্জ হাউজের আগুন নিয়ন্ত্রণে
খবর পেয়ে তেজগাঁও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
আরও পড়ুন: বিএনপির দুই পক্ষের বিরোধে বাগেরহাটে ৮ বাড়িতে আগুন, আহত ২০
৭৫ দিন আগে