ট্রেন যোগাযোগ বন্ধ
রানিং স্টাফদের কর্মবিরতি: সারা দেশে ট্রেন যোগাযোগ বন্ধ
মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন প্রদানসহ বেশ কয়েকটি দাবি আদায় না হওয়ায় বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা কর্মবিরতি শুরু করেছেন। এতে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
সোমবার দিবাগত রাত ১২টার পর তারা তাদের পূর্বঘোষিত কর্মবিরতি শুরু করলে এই অচলাবস্থার সৃষ্টি হয়।
রানিং স্টাফের মধ্যে আছেন— ট্রেন চালক, গার্ড ও টিকিট চেকার পদধারীরা।
বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির ঢাকা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সোমবার রাত ১২টার পর গণমাধ্যমকে জানিয়েছেন , ‘আমরা রেল ভবন থেকে আমাদের দাবির বিষয়ে কোনো সিদ্ধান্তের কথা জানতে না পারায় রেল চলাচল বন্ধ রাখার বিষয়ে আমরা আমাদের সিদ্ধান্তে অটল রয়েছি।’
আরও পড়ুন: মেট্রোরেল: সোয়া ১ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
ঢাকা কমলাপুর স্টেশনের দায়িত্বশীল একজন জানিয়েছেন, রাত ১২টার আগের যেসব ট্রেন ছেড়ে যায়নি সেগুলো রাত ১২টার পরেও ছেড়ে গেছে। তবে রাত ১২টার পরে শিডিউলের কোনো ট্রেন কমলাপুর স্টেশন ছেড়ে যায়নি।
রানিং স্টাফরা জানিয়েছেন, রানিং স্টাফদের কর্মবিরতির ফলে যেসব ট্রেন রাত ১২টার পর প্রারম্ভিক স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল, সেসব ট্রেন ছেড়ে যায়নি। ফলে ভোগান্তিতে পড়েছেন ওইসব ট্রেনের যাত্রীরা।
জানা গেছে, নিয়ম অনুযায়ী একজন রানিং স্টাফ ট্রেনে দায়িত্ব পালন শেষে তার নিয়োগপ্রাপ্ত এলাকায় (হেডকোয়ার্টার) হলে ১২ ঘণ্টা এবং এলাকার বাইরে (আউটার স্টেশন) হলে ৮ ঘণ্টা বিশ্রামের সুযোগ পান। রেলওয়ের স্বার্থে কোনো রানিং স্টাফকে তার বিশ্রামের সময়ে কাজে যুক্ত করলে বাড়তি ভাতা-সুবিধা দেওয়া হয়। যা রেলওয়েতে ‘মাইলেজ’ সুবিধা হিসেবে পরিচিত। কিন্তু অর্থ মন্ত্রণালয়ের আপত্তির কারণে এই সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছেন।
যোগাযোগ করা হলে কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন ইউএনবিকে জানান, সোমবার রাত ১২টা পর্যন্ত যেসব ট্রেনের সিডিউল ছিল কিন্তু ছাড়তে দেরি হয়েছে। তবে সেসব ট্রেন রাত ১২টার পরেও প্রারম্ভিক স্টেশন ছেড়ে গেছে। সোমবার সিডিউল ফ্রেন্ড সর্বশেষ রাত ১টায় কমলাপুর স্টেশন ছেড়ে যায়। অর্থাৎ ১২টার পরে যেসব ট্রেনের সিডিউল ছিল কোনোটাই কর্মবিরতির কারণে ছেড়ে যায়নি। সেসব ট্রেনের যাত্রীদের অনলাইন এবং অফলাইন টিকেটের টাকা ফেরত দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: চ্যালেঞ্জের মুখে লাখো মানুষের পছন্দের ট্রেনসেবা
৩১১ দিন আগে
বগি লাইনচ্যুত: রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ
রাজশাহীতে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) ভোর ৬টার দিকে রাজশাহী সরদহ স্টেশনের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম বলেন, চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি ২৫ কিলোমিটার যাওয়ার পর বেলপুকুর পার হয়ে সরদহ স্টেশন এলাকায় এসে লাইনচ্যুত হয়। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে রেল কর্তৃপক্ষ দ্রুত কাজ শেষ করতে চেষ্টা করছে।
আরও পড়ুন: ঢাকার আজমপুরে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত
তিনি আরও বলেন, ট্রেনটি লাইনচ্যুত হওয়ার কারণে রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস, বনলতা ও সিল্কসিটি স্টেশনে আটকা পড়েছে।
সিঙ্গেল লাইন থাকায় উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত কোনো ট্রেন যাওয়া আসা করতে পারছে না বলেও জানান মামুনুল ইসলাম।
৩২৬ দিন আগে