কথা–কাটাকাটি
‘ছেলের ঘুষিতে’ বাবার মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জে ছেলের ঘুষির আঘাতে আকবর হোসেন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (১৪ জানুয়ারি) বিকালে উপজেলার ৮ নম্বর হাটিলা পশ্চিম ইউনিয়নের বলিয়া বেপারী বাড়িতে এই ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, পারিবারিক বিষয় নিয়ে পরিবারের সদস্যেদের মধ্যে কথা–কাটাকাটির একপর্যায়ে আকবর তাদের ঝগড়া থামাতে গেলে ছেলের আকস্মিক ঘুষিতে তিনি লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
নিহতের মেয়ে আকলিমা বলেন, ‘ঝগড়া থামাতে গিয়ে আমার বাবা চলে গেল।’
আরও পড়ুন: ঝিনাইদহে বয়লার বিস্ফোরণে ২ শ্রমিক নিহত
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন ফারুক ইউএনবিকে বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে।তদন্ত করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
৭৩ দিন আগে