চুয়াডাঙ্গা দর্শনা সীমান্ত
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে যুবকের লাশ উদ্ধার
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তবর্তী মাঠ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে দর্শনা থানা পুলিশ।
বুধবার (১৫ জানুয়ারি) সকালে ভারত সীমান্তঘেঁষা দর্শনা নিমতলা সীমান্তের কাছে ঈশ্বরচন্দ্রপুর এলাকার মাঠ সংলগ্ন সীমান্তের জিরো পয়েন্ট থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভিতরে ওই যুবকের লাশ পড়ে ছিলো।
নিহত নাজিম উদ্দীন (৩৮) দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুরের এরশাদ আলীর ছেলে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর জানান, আমরা নিহতের বড় ভাই মারফত খবর পেয়ে মাঠে তল্লাশি করি। একপর্যায়ে এক কৃষকের জমিতে যেটা বাংলাদেশ সীমানায়, সেখানে নাজিমুদ্দিন নামে এক যুবকের লাশ পড়ে ছিল। পরবর্তীতে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। অন্যান্য আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
অন্যান্য আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
ঝিনাইদহ মহেশপুর বিজিবি-৫৮ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিক জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। যেখানে লাশটি পাওয়া গেছে, এটা নিমতলা সীমান্তের কাছাকাছি হলেও এটা চুয়াডাঙ্গার মধ্যে পড়ে।
তারপরও আমি নিহত ব্যক্তির বড় ভাইয়ের সাথে কথা বলে জেনেছি, মৃত ব্যক্তি লেবারের কাজে গিয়ে হার্ট এটাকে সম্ভবত মারা গেছেন বলে জানান তিনি।
৭৩ দিন আগে