ফেনীর পরশুরাম সীমান্ত
ভারত থেকে অনুপ্রবেশের সময় সুদানি নারী আটক
ফেনীর পরশুরামের ভারত সীমান্তবর্তী নিজ কালিকাপুর এলাকা থেকে সুদানের এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২০ জানুয়ারি) ভোরের দিকে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করায় ওই নারীকে আটক করা হয়।
আটক ওই নারীর নাম ইসলাম। তিনি আবদেল রহিমের মেয়ে ও মোহাম্মদ হামদের স্ত্রী। পাসপোর্টে থাকা তথ্য অনুযায়ী তিনি ভারতে কিছুদিন অবস্থান করে আজ (সোমবার) অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন।
আরও পড়ুন: পঞ্চগড় সীমান্তে অনুপ্রবেশকালে নারী-শিশুসহ আটক ৮
ফেনীর ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্ত পিলার ২১৫৯/১-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব নিজ কালিকাপুর থেকে ওই নারীকে আটক করা হয়। তার কাছ থেকে তার ব্যবহ্নত মোবাইল ফোন, ১০০ মার্কিন ডলার, ভারতীয় ৩০ রুপি ও ব্যবহৃত কাপড় পরশুরাম থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে, একই এলাকা থেকে ২০২৪ সালের ৭ নভেম্বর ইথিওপিয়ান নাগরিক এবং ২৯ ডিসেম্বর নাইজেরিয়ান নাগরিককে আটক করে বিজিবি।
১০২ দিন আগে