ইটভাটায় জরিমানা
লালমনিরহাটে ৪ ইটভাটায় ৫ লাখ টাকা জরিমানা
লালমনিরহাটের আদিতমারীতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই পরিচালিত ৪টি ইটভাটার ৫ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) দিনব্যাপী উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয় বলে জানান আদিতমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত।
অভিযানে সহযোগিতা করে পরিবেশ অধিদপ্তর, পুলিশ ও ফায়ার সার্ভিসের টাস্কফোর্স।
আরও পড়ুন: শেরপুরে ৮ ইটভাটাকে ৪৭ লাখ টাকা জরিমানা
আদিতমারী উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, হাইকোর্টের নির্দেশনা ও জেলা প্রশাসকের আদেশ অনুযায়ী কৃষি জমিতে স্থাপিত ও লাইসেন্সবিহীন ইটভাটার বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের এল এম বি ব্রিকসকে ২ লাখ টাকা, ওয়ান স্টারকে ২ লাখ টাকা, সান টু ব্রিকসকে ১ লাখ টাকা ও জে আর ব্রিকসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রওজাতুন জান্নাত বলেন, ‘লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র না থাকায় এই ইটভাটাগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
একইসঙ্গে তাদের কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। এসব ভাটায় তৈরি করা ইট ধ্বংস করা হয়েছে। পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান ওই কর্মকর্তা।
আরও পড়ুন: পলিথিন নিষিদ্ধের অভিযানে ২৫ লক্ষাধিক টাকা জরিমানা আদায়
৩১৮ দিন আগে