ভিডিও শেয়ারিং অ্যাপ
টিকটক ডোবালেন ট্রাম্প, ত্রাতাও হলেন তিনি
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম মেয়াদে টিকটক নিষিদ্ধে নেওয়া উদ্যোগের নেতৃত্বে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে সেই তিনিই এবার ভিডিও শেয়ারিং অ্যাপটির ত্রাতার ভূমিকায় আবির্ভূত হলেন। যদিও টিকটককে একেবারে স্বস্তি না দিয়ে একটা প্যাঁচ রেখে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
স্থানীয় সময় সোমবার (২০ জানুয়ারি) শপথ নেওয়ার পর টিকটক নিষেধাজ্ঞার আইন কার্যকরে আরও ৭৫ দিন বিলম্ব করতে একটি নির্বাহী আদেশে সই করেন তিনি।
তবে অ্যাপটি যুক্তরাষ্ট্রে সচল রাখতে হলে দেশটির সরকারকে অর্ধেক মালিকানা দিতে হবে বলেও এ সময় আভাস দিয়েছেন ট্রাম্প।
শুধু তাই নয়, চীনকে হুমকি দিয়ে বলেছেন, ‘টিকটকের সঙ্গে মার্কিন চুক্তির অনুমোদন দিতে বেইজিং যদি ব্যর্থ হয়, তাহলে দেশটির বিরুদ্ধে নতুন করে রাজস্ব আরোপ করা হবে।’
জনপ্রিয় অ্যাপটি নিষিদ্ধের আইন দেশটির সুপ্রিম কোর্ট বহাল রাখায় শনিবার (১৮ জানুয়ারি) দিনের শেষভাগে অ্যাপল ও গুগলসহ মার্কিন অ্যাপ স্টোর থেকে অদৃশ্য হয়ে যায় টিকটক।
তখন এক বার্তায় টিকটক জানায়, ‘দুর্ভাগ্যজনকভাবে টিকটিক নিষিদ্ধ করে যুক্তরাষ্ট্রে একটি আইন কার্যকর করা হয়েছে। যে কারণে এখন থেকে ব্যবহারকারীরা আর অ্যাপটিতে ঢুকতে পারবেন না।’
কিন্তু পরের দিনই আবার অ্যাপ স্টোরে দেখা দেয় টিকটক। পরে রবিবার (১৯ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘টিকটক ফিরেছে, আমাদের হাতে এটির কোনো বিকল্প নেই।’
আরও পড়ুন: টিকটক বন্ধ হচ্ছে যুক্তরাষ্ট্রে!
১০১ দিন আগে