বাচ্চা
ঠাকুরগাঁওয়ে ছাগলের অদ্ভুত ২ বাচ্চা!
ঠাকুরগাঁও সদর উপজেলায় একটি ছাগল অদ্ভুত দুইটি বাচ্চার জন্ম দিয়েছে। রবিবার (০৬ নভেম্বর) নারগুন ইউনিয়নের ছোট খোচাবাড়ি হাটপাড়ায় এ অদ্ভূত ঘটনা ঘটে।
জানা যায়, ওই এলাকার এক আদিবাসীর বাড়িতে পালিত একটি ছাগল তিনটি বাচ্চা জন্ম দিয়েছে। বাচ্চা তিনটির মধ্যে দুইটি বাচ্চা অদ্ভুত। অন্য বাচ্চাটি সুস্থ ও স্বাভাবিক। ছাগলের বাচ্চাগুলো দেখতে দলে দলে লোক ছুটে যাচ্ছে ওই বাড়িতে।
ছাগলটির তিনটি বাচ্চার মধ্যে একটি বাচ্চার চার পা ও দুই কান থাকলেও নেই নাক,দুটি চোখ একসাথে ও মাথায় একটি লাল বলের মতো টিউমার। আরেকটির চার পা ও দুই কান আছে, কিন্তু নাক ও জিহ্বা অস্বাভাবিক। দুইটি বাচ্চারই জিহ্বা বের হয়ে আছে।
আরও পড়ুন : ছাগলের সাথে বসবাস আম্পানে বিধ্বস্ত খাদিজার
স্থানীয়রা বলছেন, এর আগে তাদের এলাকায় ছাগলের এমন বাচ্চা আগে কখনো দেখেননি। বাচ্চা দুটি খেতে পারছে না।
১১৪৬ দিন আগে
ফরিদপুরে গোখরা সাপের ৫০টি বাচ্চা উদ্ধার
ফরিদপুরের শহরের টেপাখোলা এলাকা থেকে মঙ্গলবার দুপুরে ৫০টি গোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে।
স্থানীয় এক বাসিন্দা জানান, জেলা সদরের চাঁদপুর থেকে আসা একটি যুবক সাপের বাচ্চা গুলো নিয়ে লোকজনের কাছ থেকে টাকা তুলছিল। বিষয়টি ভাল মনে হয়নি। এ কারণে বন বিভাগকে ফোন দিয়ে অভিযোগ করা হয়। পরে বনবিভাগের লোক এসে সাপ গুলো নিয়ে যায়।
ফরিদপুর বন বিভাগ ফরেস্টার জাহিদুল ইসলাম জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে আমরা ৫০টি সাপের বাচ্চা উদ্ধার করি।
আরও পড়ুন: সীতাকুণ্ড ইকোপার্কে অজগর সাপের বাচ্চা অবমুক্ত
১২৩৬ দিন আগে
অবরুদ্ধ সময়ে বাচ্চাদের শেখানোর মতো কিছু প্রাথমিক জীবন দক্ষতা
আমাদের জীবন অনিশ্চয়তায় পূর্ণ। জীবন চলার পথে ঘটে যাওয়া ঘটনাগুলো সম্পর্কে আমরা আগে থেকে খুব কমই অনুমান করতে পারি। তাই বাবা-মা হিসেবে আমাদের জীবনের জন্য প্রয়োজনীয় কিছু দক্ষতা শেখার জন্য বাচ্চাদের প্রস্তুত করে তোলাই বুদ্ধিমানের কাজ হবে, যাতে তাদের জীবনে চ্যালেঞ্জ আসলে সেগুলো মোকাবিলা করতে পারে। আপনি ভাবতে পারেন বাচ্চাদের জীবন দক্ষতা শেখাতে যথেষ্ট পরিমাণ সময়, প্রচেষ্টা এবং ধৈর্য ধরার সময় পাবেন। তবে আপনি কেন এ অবরুদ্ধ সময়কে ব্যবহার করছেন না? যদি আপনার বাচ্চাদের বাড়িতে পড়াশোনার পাশাপাশি কিছু জীবন দক্ষতা শেখার কাজে ব্যস্ত রাখেন তাহলে এটি তাদের মনের বিরক্তিকে কমিয়ে দেবে। করোনাভাইরাসে ঘরে অবরুদ্ধ থাকাকালীন আপনার বাচ্চাদের শেখানোর জন্য এখানে কিছু প্রাথমিক জীবন দক্ষতা তুলে ধরা হলো।
২০৬৬ দিন আগে
বাচ্চাদের মনোযোগ বাড়াবেন যেভাবে
আজকের মা-বাবাদের কাছে বাচ্চার মনোযোগ বাড়ানো একটা বিশাল বড় চ্যালেঞ্জ হয়ে যায়। পড়াতে বসার সময় হলেই কচি কচি মনগুলো পড়ে থাকে মাঠে। অথবা পড়ার সরঞ্জাম নিয়েই শুরু হল খুনসুটি।
২১৩৫ দিন আগে