প্রগতি-কিয়া’র
ঢাকা মোটর ফেস্টে মিলছে প্রগতি-কিয়া’র সিরাটো সিডান কার
ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে তৃতীয় ঢাকা মোটর ফেস্ট ২০২৫।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল থেকে শুরু হওয়া মেলাটি চলবে শনিবার(২৫ জানুয়ারি) পর্যন্ত। শুক্র ও শনিবার সকাল ১১ট থেকে রাত ৯টা পর্যন্ত উন্মুক্ত থাকবে এই মেলা।
মেলায় দর্শনার্থীদের জন্য সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত থাকবে কার টেস্ট ড্রাইভ ও মোটর বাইক স্ট্যান্ড।
গাড়ির নির্মাতা/আমদানীকারক/সরবরাহকারীর কোম্পানির পাশাপাশি বাইক, লুব্রিকেন্ট, আর্থিক প্রতিষ্ঠান ও মোটরযান এক্সেসরিজ সরবরাহকারী প্রতিষ্ঠান পণ্য প্রদর্শন ও বিক্রয় কার্যক্রম পরিচালনা করবে।
এসিএস প্রগতির প্যাভিয়িলনটি পরিদর্শন করেছে প্রগতি ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালাম আজাদ। এসময় তিনি আগত দর্শনার্থীদের সঙ্গে মতও বিনিময় করেন।
পরিদর্শনের সময় তিনি বলেন, প্রগতি মিতসুবিশি পাজেরো স্পোর্টস কিউএক্স, এএস এক্স, এল-২০০ ডাবল কেবিন পিকআপ ও মাহিন্দ্রা স্কোর্পিও ডাবল কেবিন পিকআপ সরবরাহের পাশাপাশি সকল শ্রেণির ক্রেতার কথা বিবেচনা করে এবারই প্রথম প্রগতি সিডান কার বাজারজাত শুরু করেছে।
বিশ্বখ্যাত দক্ষিণ কোরিয়ার কিয়া সিরাটো মডেলের আধুনিক ফিচারযুক্ত সিডান কার প্রগতির কারখানায় সংযোজন করে বাজারজাত শুরু হয়েছে।
এ সময় প্রগতির প্যাভিলিয়নে প্রতিষ্ঠানটির ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ই-রিটার্ন: অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করবেন যেভাবে
৩১৬ দিন আগে