সিঙ্গাপুর পাঠানো হলো জুলাই অভ্যুত্থানে আহত সাতজন
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হলো জুলাই অভ্যুত্থানে আহত সাতজনকে
জুলাইয়ের অভ্যুত্থানে আহত সাতজনকে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টারে চিকিৎসার জন্য ঢাকা ত্যাগ করেন।
এর আগে আহতরা রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
তথ্য অধিদপ্তর জানিয়েছে, চিকিৎসা নিতে বিদেশ যাওয়াদের মধ্যে রয়েছেন- আব্দুল্লাহ আল বাকী, আক্তার হোসেন, মো. ইয়ামিন, ফয়েজ আহম্মেদ, মিনহাজুল ইসলাম শুভ, মোহাম্মদ রমজান ও সালমান বিন শোয়েব।
আরও পড়ুন: জুলাই অভ্যুত্থান: জাতিসংঘ মিশনের প্রতিবেদন মধ্য-ফেব্রুয়ারিতে
৬৩ দিন আগে