ছিনতাইকারী আটক
রাজধানীর মোহাম্মদপুরে ৩ ছিনতাইকারী আটক, দেশীয় অস্ত্র জব্দ
রাজধানীর মোহাম্মদপুরে ‘ছিনতাইকারী’ অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি ও দুটি ছুরি জব্দের দাবি করেছে র্যাব।
রবিবার (২৬ জানুয়ারি) ছিনতাই বিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-২।
আটকেরা হলেন- মো. আবু জাফর (৩২), মো. রনি (১৯) ও মো. শাওন (১৯)।
র্যাব-২ জানায়, একদল ছিনতাইকারী দেশীয় অস্ত্র নিয়ে মোহাম্মদপুর এলাকায় অপরাধ সংঘটনের প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে রবিবার রাতে র্যাবের একটি অপারেশনাল টিম অভিযান চালিয়ে সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করে।
র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আসিফ তপু জানান, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি চাপাতি ও দুটি ছুরি জব্দ করা হয়েছে।
তিনি বলেন, ‘আটকদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে র্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। তাদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার খান আসিফ তপু।’
৩১২ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরে ১০ ছিনতাইকারী আটক
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকা থেকে ধারালো অস্ত্রসহ ১০ ছিনতাইকারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— মেহেদী ওরফে মেহেদী (২৮), মো. মাঈনুদ্দিন (২২), মো. শরীফ ওরফে মোহন (৩০), মো. মঈন আলী (২০), আহম্মেদ অমিত (২২), মো. মাসুম (৩৪), মো. চানু মিয়া (২৮), মো. শাহিন (২৭), মো. ইব্রাহিম খলিল (২২) ও আকাশ (১৯)।
আরও পড়ুন: ভারত থেকে অনুপ্রবেশের সময় সুদানি নারী আটক
ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) খান আসিফ তপু জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রসহ আটক করা হয়।
এদের মধ্যে ডাকাতি মামলার আসামি ছিলেন মেহেদী। তিনি দীর্ঘদিন ধরে ছিনতাই, মাদক ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
আরও পড়ুন: মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে দালালসহ ১৯ রোহিঙ্গা আটক
৩১৪ দিন আগে