আন্তঃস্কুল স্টেম ফেস্ট
আন্তঃস্কুল স্টেম ফেস্ট ২০২৫: যুক্তরাষ্ট্র ও দুবাই যাবে বিজয়ীরা
রাজধানীর উত্তরায় ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ প্রাঙ্গণে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হয়েছে স্কুল পর্যায়ে বিজ্ঞানবিষয়ক সর্ববৃহৎ প্রতিযোগিতা আন্তঃস্কুল স্টেম ফেস্ট ২০২৫।
ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের হোপিয়ান ম্যাথ প্রোগ্রামিং অ্যান্ড রোবোটিক ক্লাব এই প্রতিযোগিতার আয়োজন করে। দেশসেরা স্কুলগুলোর তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান প্রতিযোগিতার এ আয়োজন করা হয়।
এই প্রতিযোগিতায় এবারও রাজধানীর অর্ধশতাধিক স্কুল অংশগ্রহণ করে। এছাড়া ১ হাজার ৬০০ শিক্ষার্থীর অংশগ্রহণে এই প্রতিযোগিতায় ১৪০টি বিজ্ঞানবিষয়ক প্রজেক্টও প্রদর্শিত হয়।
বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত—এই চারটি বিষয় নিয়ে প্রতিযোগিতার আয়োজন কার হয়। এবারের অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কৃত হয়েছে মোট ২৮০ জন শিক্ষার্থী।
প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা পেয়েছে যথাক্রমে পাঁচ, তিন ও দুই হাজার টাকা আর্থিক পুরস্কারসহ মেডেল ও সনদ। এছাড়া প্রতিটি বিভাগে অংশ নেওয়া চতুর্থ থেকে দশম স্থান অর্জনকারী শিক্ষার্থীরা পেয়েছে মেডেল ও সনদ।
এবারও প্রতিযোগিতায় সেরা ৩০ জন শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে গিয়ে ‘নাসা রোভার চ্যালেঞ্জ’ প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। ‘নাসা রোভার চ্যালেঞ্জ’- এ এবার শিক্ষার্থীরা ‘রিমোট কন্ট্রোল রোভার’ ও ‘হিউম্যান পাওয়ার রোভার’ শীর্ষক প্রতিযোগিতায় অংশ নেবে।
ফিজিক্স অলিম্পিয়াডের মাধ্যমে শুক্রবার (২৪ জানুয়ারি) প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে অংশগ্রহণ করে বিভিন্ন স্কুলের ২৬২ জন শিক্ষার্থী।
একই দিনে ৫০ শিক্ষার্থীর অংশগ্রহণে প্রোগ্রামিং অলিম্পিয়াড ও ২২১ শিক্ষার্থীর অংশগ্রহণে বায়োকেমেস্ট্রি অলিম্পিয়াড শুরু হয়। এসব অলিম্পিয়াডে তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা আলাদা আলাদা ক্যাটাগরিতে অংশ নেয়।
২৫ জানুয়ারি অনুষ্ঠিত গণিত অলিম্পিয়াডে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির পাশাপাশি তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে। সমাপনীর দিন আরও ছিল প্রজেক্ট প্রদর্শনী, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের প্রিন্সিপাল রোকসানা জারিন বলেন, বাংলাদেশে স্কুল-পর্যায়ে বিজ্ঞানবিষয়ক সর্ববৃহৎ প্রতিযোগিতা দিন দিন বাড়ছে। শুধু আমাদের স্কুল নয়, এ বছর আমাদের প্রতিযোগিতায় যুক্ত হয়েছে বড় বড় ৫০টির বেশি স্কুল। এছাড়া শিক্ষার্থীরা বিজ্ঞান উৎসবের ব্যাপারে অত্যন্ত আগ্রহী। তাদের বিজ্ঞানচর্চা আমাদের দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তিতে নিজেদের দক্ষতার প্রমাণ দিচ্ছে।
তিনি বলেন, গত কয়েক বছরে অংশগ্রহণকারীদের অনেকে আমেরিকায় নাসা ‘রোভার চ্যালেঞ্জ’ নামক আন্তর্জাতিক প্রতিযোগিতা, দুবাইয়ের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছে। এটি আমাদের অনেক বড় পাওয়া। এবারও এসব প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়ে অনেক সুনাম অর্জন করবে বলে আমরা আশাবাদী।
আরও পড়ুন: ঢাকা মোটর ফেস্টে মিলছে প্রগতি-কিয়া’র সিরাটো সিডান কার
৭৫ দিন আগে