খুনের বিচার
৫৩ বছরের হওয়া সব খুনের বিচার হতে হবে: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ৫৩ বছরে হওয়া সব খুনের বিচার হতে হবে। বিচার না হলে হত্যার সংস্কৃতি বন্ধ হবে না।
শনিবার (২৫ জানুয়ারি) জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনাজপুরের গোরে এ শহিদ বড় ময়দানে কর্মী সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে এ কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, ‘লুটপাটের বিচার না হলে লুটপাটের সংস্কৃতি বন্ধ হবে না। ঘুষখোরের বিচার না হলে ঘুষখোরের সংস্কৃতি বন্ধ হবে না। আমরা একটা শোষণমুক্ত, দুর্নীতিমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই।
এতে সভাপতিত্ব করেন জেলা কমিটির আমির অধ্যক্ষ আনিসুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিনসহ অন্যান্যরা।
আরও পড়ুন: ইসলামি দলগুলোর ঐক্য চান জামায়াত আমির ও চরমোনাই পীর
সম্মেলনে অংশ নেন জেলার ১৪টি সাংগঠনিক কমিটির তৃণমূলের নেতাকর্মীসহ বহু কর্মী-সমর্থক। এর আগে মিছিল নিয়ে সম্মেলনে যোগ দেন তারা।
৯৬ দিন আগে