সেনা অভিযান
শৈলকূপায় সেনা অভিযানে অস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ১
ঝিনাইদহের শৈলকূপায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র তৈরি সরঞ্জাম ও অস্ত্র উদ্ধার করেছেন সেনাবাহিনী। এসময় রফিকুল ইসলাম নামের একজনকে আটক করা হয়েছে।
সোমবার(২৯ জুলাই) গভীর রাতে শৈলকূপা উপজেলার দেবীনগর গ্রামে রফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে দুটি পিস্তল, পিস্তলের ব্যারেলসহ দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
এসময় আটক করা হয় রফিকুল ইসলামকে। মৃত. মোকছেদ আলীর ছেলে রফিকুল ইসলামের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ রয়েছে।
আরও পড়ুন: ভোলায় ১৪ কোটি টাকা মূল্যের অবৈধ জাল ও পলিথিন জব্দ
বাংলাদেশ সেনাবাহিনীর শৈলকূপা ক্যাম্পের ১০ বেঙ্গলের সিও’র নেতৃত্বে ঘণ্টাব্যাপী অভিযানে রফিকুল ইসলামের বাড়ি থেকে এ সকল অস্ত্র ও আগ্নেয়াস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করে। তাকে রাতেই শৈলকূপা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানান, শৈলকূপা সেনা ক্যাম্প অভিযান চালিয়ে অস্ত্রসহ রফিকুলকে গ্রেপ্তার করেছে। রাতেই আমাদের কাছে হস্তান্তর করেছিল। মঙ্গলবার তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করাসহ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
১২৯ দিন আগে
পাকিস্তানে সেনা অভিযানে ১০ জন নিহত
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে সেনাবাহিনীর অভিযানে ১০ জন নিহত হয়েছেন।স্থানীয় সময় সোমবার (২৪ ফেব্রুয়ারি) দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এমন তথ্য দিয়েছে।-খবর সিনহুয়ারএতে বলা হয়, ‘গোয়েন্দা সূত্রে ওই এলাকাটিতে সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে এ অভিযান চালানো হয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে আক্রমণ চালায়। এতে ১০ জন সন্ত্রাসী নিহত হয়।’
আরও পড়ুন: পাকিস্তানে সেনা অভিযানে নিহত ৩০ এলাকাটির সন্ত্রাসী হামলা নির্মূল করতে বর্তমানে 'ক্লিয়ারেন্স অপারেশন' নামে একটি অভিযান চলমান রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। সেনাবাহিনী বলেছে, ‘দেশ থেকে সন্ত্রাসবাদের বিপদ নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।’
সিনহুয়ার খবরে বলা হয়েছে, সম্প্রতি পাকিস্তানে সন্ত্রাসী হামলা বৃদ্ধি পেয়েছে, বিশেষত খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে।
নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ২০২২ সালে স্বাক্ষরিত একটি যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করার পর থেকে সন্ত্রাসী হামলা বেড়েছে বলে দাবি করা হচ্ছে।
২৮৩ দিন আগে
পাকিস্তানে সেনা অভিযানে নিহত ৩০
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে সেনাবাহিনীর পৃথক তিনটি অভিযানে অন্তত ৩০ জন নিহত হয়েছে।
পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) শনিবার (২৫ জানুয়ারি) এক বিবৃতিতে জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী প্রদেশের লাক্কি মারওয়াত, কারাক ও খাইবার জেলায় অভিযান চালিয়েছে।
আরও পড়ুন: অক্টোবর পর্যন্ত ৩৪১ সন্ত্রাসী হত্যা করেছে পাকিস্তান
এতে আরও বিবৃতিতে বলা হয়, লাক্কি মারওয়াতে অভিযানে ১৮ সন্ত্রাসী নিহত ও ৬ জন আহত হয়েছেন। কারাক জেলায় আরও ৮জন সন্ত্রাসী নিহত হয়েছেন বলে জানিয়েছে আইএসপিআর।
সেনাবাহিনী আরও বলেছে, তাদের তৃতীয় অভিযানটিতে গোষ্ঠীটির নেতাসহ ৪ সন্ত্রাসী নিহত ও দুইজন আহত হয়েছেন।
অভিযানে বিপুল পরিমাণ সমরাস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।
এলাকায় অন্যান্য সন্ত্রাসীদের উপস্থিতি নির্মূল করতে একটি ক্লিয়ারেন্স অপারেশন চালানো হচ্ছে।
সেনাবাহিনী বলেছে, দেশ থেকে সন্ত্রাসবাদের বিপদ নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।
আরও পড়ুন:আফগান সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৯ পাকিস্তানি সেনাসহ নিহত ২২
৩১৩ দিন আগে