সন্ত্রাসীর গুলি
মুন্সীগঞ্জে বাড়িতে ঢুকে সন্ত্রাসীর গুলি, মা-ছেলে আহত
মুন্সীগঞ্জে মোল্লাকান্দির চরডুমুরিয়ায় বাড়িতে ঢুকে সন্ত্রাসীদের গুলির ঘটনায় মা-ছেলে আহত হয়েছেন।
শনিবার(২৫ জানুয়ারি) রাতে মোল্লাকান্দির চরডুমুরিয়ায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ছেলে জিহাদ মীর (১৫) এবং আহত মা জরিনা বেগমকে (৩৫) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন বাড়িতে এসে মা-ছেলেকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে ছেলে গুলিবিদ্ধ হয় এবং আরেকটি গুলি তার মায়ের গালে লেগে বেড়িয়ে যায়।
হাসপাতালটির জরুরি বিভাগে চিকিৎসক ডা. আতাউল করিম জানান, মা জরিনা বেগমের শরীরে গুলি পাওয়া যায়নি। তবে গাল কেটে গুলি বেরিয়ে গেছে। এতে গালে জখম রয়েছে।
গ্রামটির শরীফ মীর ছেলে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল আলম জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
৩২২ দিন আগে