জনপরিসর
জনপরিসর শতভাগ ধূমপানমুক্ত রাখতে প্রচার
জনপরিসরে শতভাগ ধূমপানমুক্ত রাখার জন্য প্রচার শুরু করেছে বাংলাদেশ সরকার। ‘শতভাগ ধূমপানমুক্ত পাবলিক প্লেস’ শীর্ষক এ প্রচারের অংশ হিসাবে নির্মিত বিজ্ঞাপন বাংলাদেশ টেলিভিশন ও স্টপ টোব্যাকো বাংলাদেশের মাধ্যমে বিভিন্ন সামাজিক প্ল্যাটফরমে প্রচার করা হবে।
বৈশ্বিক জনস্বাস্থ্য সংস্থা ভাইটাল স্ট্র্যাটেজিসের কারিগরি সহায়তায় এটি নির্মাণ করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাসব্যাপী এ প্রচারণাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে—ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স, লিংকইন ও ইউটিউব— বিভিন্ন কন্টটেন্ট নির্মাণ ও পোস্ট করা হবে।
ভাইটাল স্ট্র্যাটেজিস জানিয়েছে, বিড়ি-সিগারেটের ধোঁয়ায় সাত হাজারেরও বেশি ক্ষতিকর রাসায়নিক উপাদান রয়েছে। এরমধ্যে ২৫০টি মারাত্মক ক্ষতিকর। এসব রাসায়নিক উপাদানের ৭০টি মানবদেহে ক্যান্সার সৃষ্টির সঙ্গে জড়িত। পরোক্ষ ধূমপানের কারণে হৃদরোগ, স্ট্রোক, ফুসফুসের দীর্ঘমেয়াদী রোগ, ডায়াবেটিস ইত্যাদি প্রাণঘাতী রোগের ঝুঁকি বৃদ্ধি পায়।
আরও পড়ুন: ঘরের বাইরে ধূমপান নিষিদ্ধ করল মিলান
পরোক্ষ ধূমপানের প্রভাবে পৃথিবীতে ১৩ লাখের বেশি মানুষের মৃত্যু হয়। আর বাংলাদেশ ক্যান্সার সোসাইটির গবেষণার তথ্যানুযায়ী, এতে বাংলাদেশে প্রায় ২৬ হাজার মানুষ মারা যায়। বিপুল পরিমাণ মানুষের অনাকাঙ্ক্ষিত মৃত্যু কমাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল (এফসিটিসি) ও এর আর্টিকেল ৮-এ পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনকে শতভাগ ধূমপানমুক্ত করার কথা বলা হয়েছে।
ভাইটাল স্ট্রাটেজিসের টেকনিক্যাল এডভাইজার আমিনুল ইসলাম বলেন, পাবলিক প্লেস শতভাগ ধূমপানমুক্ত করা হলে ধূমপায়ীদের দীর্ঘসময় ধূমপান থেকে বিরত রাখা সম্ভব হবে এবং অধূমপায়ীরা ধূমপানমুক্ত পরিবেশ পাবে। তাই সকল পাবলিক প্লেস ও পাবলিক পরিবহন শতভাগ ধূমপানমুক্ত রাখা জরুরি।
জনস্বাস্থ্য সংস্থাটির সিনিয়র কনসালটেন্ট শফিকুল ইসলাম বলেন, এটি একটি সচেতনতামূলক বিজ্ঞাপন, যা পরোক্ষ ধূমপানের ক্ষতি এবং জনসাধারণের জন্য ধূমপানমুক্ত স্থানের প্রয়োজনীয়তা তুলে ধরছে। পাবলিক প্লেসে ধূমপান এলাকার অধূমপায়ীদের জন্য বিড়ম্বনার কারণ। শিশু-নারীসহ অধূমপায়ীদের পরোক্ষ ধূমপানের ক্ষতি থেকে সুরক্ষায় পাবলিক প্লেসগুলোকে শতভাগ ধূমপানমুক্ত করা প্রয়োজন। এ লক্ষ্যে বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ দ্রুত সংশোধন করা দরকার।
৬৮ দিন আগে