তৃতীয় তলা
পঞ্চগড়ে ক্লিনিকের তিনতলা থেকে পড়ে শিশুর মৃত্যু
পঞ্চগড়ে ভবনের তৃতীয় তলা থেকে পড়ে সোলায়মান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) বিকালে জেলা শহরের ডোকরোপাড়া এলাকার প্রাইম ডায়াগনস্টিক কমপ্লেক্স অ্যান্ড ক্লিনিকে এই ঘটনা ঘটে।
নিহত সোলায়মান পঞ্চগড় সদর উপজেলার মাগুরা ইউনিয়নের ধনীপাড়া এলাকার কাঠমিস্ত্রি রহিবুল ইসলামের একমাত্র ছেলে।
স্থানীয়রা জানান, ভাইকে ক্লিনিকের দুই তলায় দেখতে গিয়েছিল সোলায়মান। এক পর্যায়ে ক্লিনিকের তিনতলায় উঠে ঘোরাঘুরি করছিল সে। পরে মা সালমা বেগম ছেলেকে দেখতে না পেয়ে ক্লিনিকের আশেপাশে খুঁজতে শুরু করেন। এ সময় শিশু সোলায়মানের নাম ধরে ডাক দিলে ক্লিনিকের তিনতলার বারান্দায় থেকে নিচে উঁকি মারছিল শিশুটি। একপর্যায়ে তিন তলার ছাদ থেকে পড়ে পাশের একটি একতলা ভবনের ছাদে পড়ে মাথায় গুরুতর আঘাতে রক্তক্ষরণ হতে থাকে।
আরও পড়ুন: জকিগঞ্জে টমটমের ধাক্কায় আহত শিশুর মৃত্যু
পরে স্বজনদের সহযোগিতায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এখনও তারা আমাদের কাছে আসেনি। যদি কোন অভিযোগও থাকে তারা দিতে পারেন।
৮১ দিন আগে