ভারতীয় চোরাই পণ্য জব্দ
বেনাপোলে বিদেশি মদসহ বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ
বেনাপোল অভিযান চালিয়ে বিদেশি মদ, ভারতীয় কম্বল, থ্রি পিচ, তৈরি পোশাক, ঔষধ, মলম এবং কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৭ জানুয়ারি) বিকালে চেকপোস্ট এলাকা থেকে এসব ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়।
জব্দ করা এসব পণ্যের মূল্য প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা বলে জানায় বিজিবি।
বিজিবি জানায়, চোরাকারবারীরা শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বিভিন্ন প্রকার চোরাই পণ্য চেকপোস্ট এলাকায় এনে রেখেছে। এমন খবরে বিজিবি চেকপোস্ট এলাকায় অভিযান চালায়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, মাদক ও চোরাচালানের পণ্যসহ পাচারকারী চক্রের সদস্যদের আটকে সীমান্তে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।
বিজিবির চোরাচালানবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
৯৩ দিন আগে