বাসশ্রমিক-শিক্ষার্থী
হাফ ভাড়া না নেওয়ায় বরিশালে বাসশ্রমিক-শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া, ভাঙচুর-অগ্নিসংযোগ
হাফভাড়া না নেওয়ায় বাসশ্রমিকদের সঙ্গে বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বাসে আগুন দেওয়াসহ বেশ কয়েকটি বাস ভাঙচুর করা হয়েছে।
সংঘর্ষে তিনজন আহত হয়েছেন বলে দাবি করেছেন শিক্ষার্থীরা। তারা হলেন—সাব্বির আহমেদ, রাফি ও রিয়াজ। তারা সবাই বিএম কলেজের শিক্ষার্থী।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় বরিশালের রূপাতলী বাসটার্মিনাল এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকায় আতংক বিরাজ করছে।
শিক্ষার্থীদের অভিযোগ, বিকালে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক নারী শিক্ষার্থী বরিশাল-ঝালকাঠি সড়কপথে একটি বাসের হেলপারকে হাফ ভাড়া নিতে বললে হেলপার তা না নিয়ে উল্টো ওই শিক্ষার্থীর সঙ্গে খারাপ আচরণ করেন। ঘটনাটি জানতে পেরে বিএম কলেজের শিক্ষার্থীরা টার্মিনালে গিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বাসশ্রমিকরা তাদের ওপর চড়াও হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
শিক্ষার্থী সাব্বির আহমেদ বলেন, ‘খবর পেয়ে আমরা সড়ক অবরোধ করে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম। এ বিষয়ে বাস টার্মিনাল-সংশ্লিষ্ট কেউ আমাদের সঙ্গে কোনো কথা বলেননি। উল্টো শ্রমিকরা ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে আমাদের ধাওয়া দেয়।’
‘এর আগে আমাদের তিন শিক্ষার্থীকে মারধর করা হয়েছে। মারধরের ঘটনায় জড়িত শ্রমিকদের বিচার ও হাফ ভাড়া নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’
আরও পড়ুন: নিবন্ধনভুক্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ করার সিদ্ধান্ত
রূপাতলী বাসমালিক সমিতির সভাপতি জিয়া উদ্দিন সিকদার বলেন, ‘হামলা-ভাঙচুর ও সড়ক অবরোধ না করে বাস স্টাফ ও মালিকের বিরুদ্ধে অভিযোগ দিলে যথাযথ ব্যবস্থা নেওয়া হতো। তাহলে জনদুর্ভোগ হতো না।’
বরিশাল ট্রাফিক বিভাগের পরিদর্শক বিদ্যুৎ চন্দ্র দে বলেন, ‘শিক্ষার্থী ও বাসশ্রমিকদের সঙ্গে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হন।’
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’
৩১১ দিন আগে