তাম্মুন শহর
পশ্চিম তীরে ইসরায়েলি বিমান হামলায় ১০ ফিলিস্তিনি নিহত
অধিকৃত পশ্চিম তীরের তাম্মুন শহরে ইসরায়েলি বিমান হামলায় ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
বুধবার (২৯ জানুয়ারি) রাতে তুবাসের দক্ষিণ-পূর্বের তাম্মুন শহরে ইসরাইলি হামলায় এসব হতাহতে ঘটনা ঘটে বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলার পর ১০ জনের লাশ ও বেশ কয়েকজন আহত ব্যক্তিকে তুবাস সরকারি হাসপাতালে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: গাজায় বিমান হামলার সময় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুথি
অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা পশ্চিম তীরে 'সশস্ত্র সন্ত্রাসী কর্মীদের' একটি সেলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে পশ্চিম তীরে উত্তেজনা বাড়তে থাকে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে এ পর্যন্ত আট শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।
আরও পড়ুন: বিমান হামলার পর ইয়েমেন ছেড়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান
৫৯ দিন আগে