তৃতীয় দফায় মুক্তি পাচ্ছেন ফিলিস্তিনি
যুদ্ধবিরতি: তৃতীয় দফায় মুক্তি পাচ্ছেন ১১০ ফিলিস্তিনি
গাজার যুদ্ধবিরতির পর তৃতীয় দফায় মুক্তি পেতে যাচ্ছেন ৩০টি শিশুসহ ১১০ ফিলিস্তানি নাগরিক। বৃহস্পতিবার(৩০ জানুয়ারি) তারা মুক্তি পাচ্ছেন বলে জানিয়েছে ফিলিস্তানি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। -খবর সিএনএনের
মুক্তি পেতে যাওয়া ফিলিস্তিনিদের পুরো তালিকা প্রকাশ করা হয়নি। তবে সিএনএনের খবর বলছে, এই ধাপে মুক্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ৩০টি শিশুসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৩২ ফিলিস্তিনি নাগরিক।
বন্দিবিনিময়ের শর্ত অনুযায়ী, এই ধাপে মুক্তি পাবেন ৩ ইসরাইলি ও থাইল্যান্ডের পাঁচ নাগরিক। মুক্তিপ্রাপ্তদের এই তালিকা নিশ্চিত করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।
তিন ইসরাইলির মধ্যে রয়েছেন, আলোচিত সেই ইসরাইলি তরুণী আরবেল ইয়াহুদ (২৯), সামরিক নারী পর্যবেক্ষক আগাম বার্গার (১৯) ও অশীতিপর গাদি মোজেস।
আরও পড়ুন: পশ্চিম তীরে ইসরায়েলি বিমান হামলায় ১০ ফিলিস্তিনি নিহত
থাই নাগরিকদের নাম প্রকাশ করা হয়নি। দ্বিতীয় ধাপে ৪ নারী সেনার সঙ্গে আরবেল ইয়াহুদকে মুক্তি না দেওয়ায় হামাসের প্রতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছিল ইসরাইল। পরে চুক্তি কার্যকরে সাড়ে তিন ঘণ্টা সময়ক্ষেপণ হয়, এ সময়ে ইসরাইলি হামলায় ১৯ ফিলিস্তিনি নিহত হন।
২০২৩ সালের ৭ অক্টোবর আকস্মিকভাবে হামলা চালিয়ে এক হাজার ২০০ ইসরাইলিকে হত্যা করে হামাস। এ সময়ে বহু বিদেশি শ্রমিকসহ ২৫০ ইসরাইলি নাগরিক ও সেনাসদস্যকে তারা অপহরণ করে নিয়ে যায়।
এরপর গেল পনেরো মাস ধরে গাজায় সামরিক হামলা চালায় ইসরাইল। এতে ৪৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হন, যাদের বেশিরভাগ নারী ও শিশু। মিসর, সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় ও যুক্তরাষ্ট্রের সমর্থনে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সই হয়, যা কার্যকর হয় গত ১৯ জানুয়ারি।
যুদ্ধবিরতির প্রথম ধাপে দুই হাজার ফিলিস্তিনি ও ৩৩ ইসরাইলি বন্দি মুক্তি পাবেন বলে নিশ্চিত করেছে হামাস ও ইজরাইল প্রশাসন। হামাসের হাতে বন্দি ইসরাইলিদের মধ্যে ৮ জন নিহত বলে জানিয়েছেন ইসরাইল সরকারের মুখপাত্র ডেভিড মেন্সার।
আরও পড়ুন: ফিরে আসার আনন্দে মেতেছেন ফিলিস্তিনিরা
৩৩৩ দিন আগে