প্রতিনিধি সম্মেলন
ইউএনবির জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত, নিরপেক্ষ সাংবাদিকতায় জোর
বার্তা সংস্থা ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (ইউএনবি) জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নিরপেক্ষ সাংবাদিকতা ও নিউজ মিডিয়ার ওপর গুরুত্বারোপ করে শনিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর মালিবাগের কসমস সেন্টারে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে আজ (শনিবার) সকাল ৯টায় সম্মেলনের উদ্বোধন করেন দেশের খ্যাতিমান আলোকচিত্রী শহিদুল আলম।
পরে তিনি জেলা প্রতিনিধিদের দিকনির্দেশনা দেন এবং আলোকচিত্রের পাশাপাশি সাংবাদিকতায় সামাজিক যোগাযোগমাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্ব তুলে ধরেন। ছবি তোলার ক্ষেত্রে কেবল যথার্থতা ও মান বজায় রাখাই নয়, সৃষ্টিশীলতা আনার বিষয়েও জোর দেন এই আলোকচিত্রী।
বৈশ্বিক ও স্থানীয় আলোকচিত্রীদের তোলা বিভিন্ন ছবির বিশ্লেষণ করে জেলা প্রতিনিধিদের দিকনির্দেশনা দেন দৃক পিকচার লাইব্রেরি ও পাঠশালার এই প্রতিষ্ঠাতা।
সম্মেলনে আগত জেলা প্রতিনিধিদের স্বাগত জানান ইউএনবির নির্বাহী পরিচালক নাহার খান। আসন্ন সময়ে সাংবাদিকতার চ্যালেঞ্জ ও সুবিধাবলী তুলে ধরেন তিনি।
পেশাগত কাজে সততা ও উদ্ভাবনের ওপর জোর দেন নাহার খান। পাশাপাশি বিভিন্ন সংকটে সংবাদ প্রকাশের জেরে সরকার কীভাবে দ্রুত পদক্ষেপ নিতে বাধ্য হয়—উদহারণসহ তা তুলে ধরেন তিনি।
সম্মেলনে পরিবেশ সাংবাদিকতা, ফ্যাক্ট-চেকিং, গণমাধ্যম আইন নিয়ে জেলা প্রতিনিধিদের সঙ্গে আলাদা আলাদা সেশন করে ইউএনবির বিশেষায়িত টিম।
জেলা প্রতিনিধিদের কাজের কৌশলগত দিকনির্দেশনা দেন ইউএনবির উপদেষ্টা সম্পাদক ফরিদ হোসেন, সম্পাদক মাহফুজুর রহমান ও ঢাকা কুরিয়ারের নির্বাহী সম্পাদক শায়ান এস খান।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন ওয়াশিংটনভিত্তিক উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান, মিডিয়া ব্যক্তিত্ব আফসান চৌধুরী, কসমস ওয়াইল্ডটিমের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আনোয়ার হোসেন ও সুপ্রিম কোর্টের আইনজীবী জহিরুল ইসলাম মুসা।
২০২৪ সালে কাজের স্বীকৃতিস্বরূপ ইউএনবির জেলা প্রতিনিধিদের মধ্যে হোসেইন মালিক (চুয়াডাঙ্গা), শেখ দিদারুল আলম (খুলনা) ও সাইফুল ইসলাম শিল্পীকে (চট্টগ্রাম) সম্মাননা দেওয়া হয়। ঢাকাসহ বিভিন্ন জেলার শতাধিক সংবাদকর্মী এই সম্মেলনে অংশ নেন।
৩০৬ দিন আগে