অবসরকালীন আবাসনে আগুন
ফ্রান্সে বৃৃদ্ধাশ্রমে আগুনে নিহত ৩
ফ্রান্সের একটি বৃৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে তিনজন প্রবীণ নাগরিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত আরও ৯জন।
স্থানীয় সময় শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে ভ্যাল-ডওইস বিভাগের বফেমন্টের একটি অবসরকালীন আবাসিক ভবনে এই আগুনের ঘটনা ঘটে। ফরাসি সংবাদ মাধ্যম বিএফএমটিভি এক প্রতিবেদনে এসব হতাহতের কথা জানিয়েছে।
ভ্যাল-ড'ওইসের প্রিফেকচারের বরাতে বিএফএমটিভি জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ১৫ মিনিটে (০৬১৫ জিএমটি) ভবনটির তৃতীয় তলায় আগুন লাগে।
সংবাদ মাধ্যমটির মতে, ধোঁয়ার কারণে দম বন্ধ হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে। তবে ধারণা করা হচ্ছে- আগুন দুর্ঘটনাজনিত ছিল।
৭৬ দিন আগে