জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করবে জামায়াত: ডা. শফিক
যেসব শহীদদের জন্য নতুন এই বাংলাদেশ হয়েছে, তাদের কৃতজ্ঞতা ভরে স্মরণে রাখার কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাদের স্বপ্ন বাস্তবায়নে জামায়াত সর্বোচ্চ চেষ্টা করবে বলেও জানান তিনি।
সোমবার (৩ ফেব্রুয়ারি) ফেনীর সীমান্তবর্তী পরশুরাম উপজেলার বল্লারমুখা বাঁধ পরিদর্শনে যাওয়ার পথে ফুলগাজীর আনন্দপুর ইউনিয়নে শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের কবর জিয়ারত শেষে তিনি এমন মন্তব্য করেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ফেনীর মহিপালে নৃশংস হত্যাকাণ্ডের শিকার ফেনী সরকারি কলেজের ছাত্র শ্রাবণ। তার কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা ও ইখলাস তেলাওয়াত করেন জামায়াতের আমির। এ সময়ে বিশেষ মোনাজাতে তিনি অশ্রুসিক্ত হয়ে পড়েন।
আরও পড়ুন: জাতীয় ঐক্য বিনষ্ট হলে ফিরে আসবে ফ্যাসিস্টরা: ডা. শফিকুর রহমান
শহীদ শ্রাবণের বিদেহী আত্মার মাগফিরাত ও শহীদি মর্যাদা কামনা করে শ্রাবণের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন ডা. শফিক।
জামায়াতের আমির বলেন, ‘শহীদের মা-বাবা গর্বিত, বীরের অভিভাবক হওয়া সব বাবা-মায়ের ভাগ্যে থাকে না। আমরা আমাদের জায়গা থেকে সবসময় শহীদদের কথা স্মরণে রাখব। শ্রাবণের মতো বীর সন্তানদের জন্যই আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।’
তিনি বলেন, ‘তারা যে স্বপ্ন নিয়ে লড়াই করেছিলেন, সেসব স্বপ্ন বাস্তবায়নে জামায়াতে ইসলামী সর্বোচ্চ চেষ্টা করবে।’
এ সময় তার সফর সঙ্গী হিসেবে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, কুমিল্লা মহানগরীর আমির কাজী দীন মোহাম্মদ ও কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও সাবেক জেলা আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, জেলা আমির মুফতি আবদুল হান্নান, সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম ও প্রচার সম্পাদক আনম আবদুর রহিমসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা ছিলেন।
আরও পড়ুন: বিগত সরকার শিক্ষাব্যবস্থাকে ধ্বংসে ক্যাম্পাসগুলোকে অস্ত্রাগারে পরিণত করেছিল: ডা. শফিকুর রহমান
৩৯ দিন আগে