শিবলী গ্রেপ্তার
বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী গ্রেপ্তার
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টায় রাজধানীর ধানমন্ডির আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম এমন তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গেল বছরের ৮ আগস্ট বিএসইসির চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক শিবলী। এর পাঁচদিন আগে ছাত্র-জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান।
২০২০ সালে প্রথম বিএসইসির চেয়ারম্যান হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে তার মেয়াদ আরও চার বছর বাড়ানো হয়।
গত সপ্তাহে পাঁচজনের পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নেয় সরকার, তাদের মধ্যে শিবলীও রয়েছেন। সেপ্টেম্বরের শুরুর দিকে ঢাবির এই শিক্ষকসহ বিএসইসির বর্তমান ও সাবেক আট কর্মকর্তার বিরুদ্ধে অবৈধভাবে এক হাজার কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত শুরু করে দুদক।
৩০৩ দিন আগে