ইঁদুর মারার ট্যাবলেট
নাটোরে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু
নাটোরের সিংড়ায় কৃমির ওষুধ মনে করে ইঁদুর মারা গ্যাস ট্যাবেলট খেয়ে শারমিন বেগমে নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
একই ঘটনায় তার তিন মেয়েকেও শংকটাপন্ন অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড়গ্রাম এলাকায় এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: নাটোরে ব্যাবসায়ীকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ
নিহত শারমিন বেগম (৩০) ওই এলাকার ব্যবসায়ী মুরাদ হোসেনের স্ত্রী এবং শংকটাপন্ন তার মেয়েরা হল জমজ জিম খাতুন (৮), মিম খাতুন (৮) ও সিনহা খাতুন (৩)।
এলাকাবাসী জানায়, বুধবার রাত ১০টার দিকে মুরাদ হোসেনের স্ত্রী শারমিন বেগম তার তিন মেয়েকে সঙ্গে নিয়ে কৃমির ওষুধ মনে করে বাড়িতে রাখা ইঁদুর মারা গ্যাস ট্যাবলেট খেয়ে ফেলে। তাদের ছটফাটানিতে পরিবারের লোকজন দ্রুত বগুড়ায় নিয়ে যাওয়া শজিমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শারমিনকে মৃত ঘোষণা করেন। সিংড়া থানার ওসি আসমাউল হক জানান, খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে সঠিক কারণ বের করা হবে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: নাটোর জেলা ছাত্রলীগের সাবেক নেতার ২ দিনের রিমান্ড
৮৫ দিন আগে