ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)
ঢাকা-চট্টগ্রামে বাড়ল সূচক, দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির
পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের উত্থান হয়েছে ঢাকা-চট্টগ্রামের বাজারে, দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির।
সারাদিনের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৬১ পয়েন্ট। বাকি দুই সূচক শরিয়াভিত্তিক ডিএসইএস ১৭ এবং বাছাইকৃত কোম্পানির ব্লু-চিপ সূচক ডিএস৩০ বেড়েছে ৪২ পয়েন্ট।
ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৮ কোম্পানির মধ্যে দাম বেড়েছে বেশিরভাগের। ১৮০ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দাম কমেছে ১৪৬ কোম্পানির এবং ৭২ কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।
‘এ’, ‘বি’ এবং ‘জেড’—তিন ক্যাটাগরিতেই দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির। বিশেষ করে লভ্যাংশ দেওয়া ভালো কোম্পানির ‘এ’ ক্যাটাগরির ২১৯ কোম্পানির মধ্যে ৯৮ কোম্পানির দরবৃদ্ধি হয়েছে। দাম কমেছে ৮৪ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭ কোম্পানির শেয়ারের দাম।
ব্লক মার্কেটে ২৯ কোম্পানির ১০ কোটি টাকার শেয়ার বিক্রি হয়েছে। এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড সর্বোচ্চ ৩ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে।
আরও পড়ুন: পুঁজিবাজারে প্রথম দুই ঘণ্টায় সূচকের বড় উত্থান
৯.৬৬ শতাংশ দাম বেড়ে ডিএসইতে শীর্ষে মোজাফফর হোসেন স্পিনিং মিলস এবং ৯.৮২ শতাংশ দর হারিয়ে তলানিতে এক্সপ্রেস ইনস্যুরেন্স লিমিটেড। সারাদিনে ঢাকার বাজারে ৭৭৫ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গত কার্যদিবসে ছিল ৭৮৯ কোটি টাকা।
চট্টগ্রামেও উত্থান
ঢাকার মতো সূচকের বড় উত্থান হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই), সার্বিক সূচক বেড়েছে ১৪৬ পয়েন্ট। লেনদেন হওয়া ২২৪ কোম্পানির মধ্যে ১২৩ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৭৮ এবং অপরিবর্তিত রয়েছে ২৩ কোম্পানির শেয়ারের দাম।
১০ শতাংশ দাম বেড়ে সিএসইতে শীর্ষে ভিএফএস থ্রেড ডাইং এবং ১০ শতাংশ দর হারিয়ে তলানিতে আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড।
সারাদিনে চট্টগ্রামে ১০ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে, যা গতদিন ছিল ৬ কোটি টাকা।
১৩৭ দিন আগে
ছুটি শেষে বড় উত্থান দিয়ে লেনদেন শুরু পুঁজিবাজারে
তিন দিন ছুটি শেষে পুঁজিবাজারের প্রথম কার্যদিবসের প্রথম ঘণ্টায় সূচকের বড় উত্থান হয়েছে ঢাকা ও চট্টগ্রামে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৫৯ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস ১১ এবং বাছাইকৃত কোম্পানির ব্লুচিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ২০ পয়েন্ট।
প্রথম ঘণ্টায় ডিএসইতে ১৪০ কোটি টাকা লেনদেন হয়েছে।
এ সময় ২৫৯টি কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দাম কমেছে ৪৮টির এবং অপরিবর্তিত আছে ৭০টি কোম্পানির শেয়ারের দাম।
ঢাকার মতোই উত্থানের মধ্য দিয়ে চলছে চট্টগ্রামের লেনদেন, সার্বিক সূচক বেড়েছে ৭২ পয়েন্ট।
লেনদেনে অংশ নেওয়া ৫৬টি কোম্পানির মধ্যে ৩২টি কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ১২টি কোম্পানির এবং অপরিবর্তিত আছে ১২টি কোম্পানির শেয়ারের দাম।
প্রথম ঘণ্টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ১ কোটি টাকার ওপর শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
আরও পড়ুন: পুঁজিবাজারে সুবাতাস, মূলধন বাড়ল ৪ হাজার কোটি টাকা
১৫১ দিন আগে
পুঁজিবাজারে জুনের সর্বোচ্চ লেনদেন আজ, সূচকের বড় উত্থান
সপ্তাহের শেষ কার্যদিবসে চলতি মাসের সর্বোচ্চ লেনদেন হয়েছে ঢাকা-চট্টগ্রামের পুঁজিবাজারে, উত্থান হয়েছে সূচকের এবং দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির।
বৃহস্পতিবার (২৬ জুন) সারাদিনের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪৭৮ কোটি টাকার শেয়ার ও ইউনিট ক্রয়-বিক্রয় হয়েছে।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৬০ কোটি টাকার ওপরে। দুই বাজারেই একই দিনে মাসের সর্বোচ্চ লেনদেন হয়েছে।
লেনদেনের পাশাপাশি সূচকও বেড়েছে দুই বাজারে। ঢাকার বাজারে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৬৫ পয়েন্ট।
বাকি দুই সূচক শরিয়াভিত্তিক ডিএসইএস ১৩ এবং বাছাইকৃত কোম্পানির ব্লু-চিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ৩০ পয়েন্ট।
লেনদেনে অংশ নেওয়া ৩৯৮টি কোম্পানির মধ্যে ২৯৮টি কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৪৬টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টি কোম্পানির শেয়ারের দাম।
‘এ’, ‘বি’ ও ‘জেড’- তিন ক্যাটাগরিতেই দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির। বিশেষত লভ্যাংশ দেওয়া ভালো কোম্পানির এ ক্যাটাগরির ২২৩টি কোম্পানির মধ্যে ১৬৮টি কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ২৯টির এবং অপরিবর্তিত আছে ২৬টি কোম্পানির শেয়ারের দাম।
ডিএসই ব্লক মার্কেটে ৪০টি কোম্পানির ৩৪ কোটি টাকার শেয়ার বিক্রি হয়েছে। লাভেলো সর্বোচ্চ ১১ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে।
১০ শতাংশ দাম বেড়ে ডিএসইতে শীর্ষে রয়েছে ড্রাগন সোয়টার অ্যান্ড স্পিনিং এবং ৬ দশমিক ৬ শতাংশ দাম কমে তলানিতে এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট।
ঢাকার মতো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থান হয়েছে, সার্বিক সূচক বেড়েছে ১৬৫ পয়েন্ট।
লেনদেন হওয়া ২২৪টি কোম্পানির মধ্যে ১৬০টি কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৪১টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ারের দাম।
১০ শতাংশ দাম বেড়ে সিএসইতে শীর্ষে রয়েছে জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস এবং ১০ শতাংশের ওপর দর হারিয়ে তলানিতে প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল এমএফ।
আরও পড়ুন: সূচকের উত্থানে চলছে পুঁজিবাজারের লেনদেন
১৬১ দিন আগে
সূচকের উত্থানে লেনদেন চলছে পুঁজিবাজারে
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা-চট্টগ্রামের পুঁজিবাজারে লেনদেন শুরু হয়েছে সূচকের উত্থানের মধ্য দিয়ে, দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৪ পয়েন্ট। বাকি দুই সূচক শরিয়া ভিত্তিক ডিএসইএস ৮ এবং বাছাইকৃত কোম্পানির ব্লু-চিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ৭ পয়েন্ট।
এ ছাড়া, দাম বেড়েছে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির। এরমধ্যে ২৫৬টি কোম্পানির দর বৃদ্ধির বিপরীতে দর কমেছে ৩৯টির ও অপরিবর্তিত আছে ৭২টি কোম্পানির শেয়ারের দাম।
তাছাড়া, প্রথম ঘণ্টায় ঢাকার বাজারে ৮০ কোটি টাকার ওপরে শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
আরও পড়ুন: দীর্ঘ ছুটির পর লেনদেনে ফিরেই পুঁজিবাজারে দরপতন
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ৩৪ পয়েন্ট।
লেনদেনে অংশ নেওয়া ৫৩টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২৬টির, কমেছে ১৫টির ও অপরিবর্তিত আছে ১২টি কোম্পানির শেয়ারের দাম।
এ ছাড়াও, সিএসইতে লেনদেনের প্রথম ঘণ্টায় ৪০ লাখ টাকার ওপরে শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
১৭২ দিন আগে
সূচকের উত্থানে লেনদেন চলছে পুঁজিবাজারে
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন চলছে দেশের দুই পুঁজিবাজারে। লেনদেনের শুরুতে অধিকাংশ কোম্পানির শেয়ারদর বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৬৭ পয়েন্টে। শরিয়াভিত্তিক সূচক ডিএসইএস বেড়েছে ৫ পয়েন্ট এবং ব্লু-চিপ সূচক ডিএস৩০ বেড়েছে ১০ পয়েন্ট।
ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৭৭ কোম্পানির মধ্যে ২২৯টির দর বেড়েছে, ৬২টির কমেছে এবং ৮৬টির দর অপরিবর্তিত রয়েছে।
আরও পড়ুন: পতনের মুখে ঢাকার পুঁজিবাজার, চট্টগ্রামে সামান্য উত্থান
প্রথম দুই ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ৭৫ কোটি টাকার বেশি।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ২৯ পয়েন্ট।
সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৭৭ কোম্পানির মধ্যে ৩১টির দর বেড়েছে, ২৯টির কমেছে এবং ১৭টির দর অপরিবর্তিত রয়েছে। প্রথমার্ধে সিএসইতে ৩ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে।
১৮৪ দিন আগে
সূচকের উত্থানে লেনদেন চলছে পুঁজিবাজারে
ঢাকা-চট্টগ্রামের পুঁজিবাজারে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের উত্থানের মধ্য দিয়ে শুরু হয়েছে লেনদেন, দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২০ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়া ভিত্তিক ডিএসইএস ৪ এবং বাছাইকৃত কোম্পানির ব্লু-চিপ সূচক ডিএস৩০ বেড়েছে ৩ পয়েন্ট।
এ ছাড়া, দাম বেড়েছে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির। ২০৯টি কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৩টি কোম্পানির শেয়ারের দাম।
এদিকে, প্রথম দুই ঘন্টায় ঢাকার বাজারে ৯০ কোটি টাকার বেশি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
আরও পড়ুন: সূচকের উত্থান দিয়ে সপ্তাহ শুরু পুঁজিবাজারে
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ৩২ পয়েন্ট।
এই বাজারের লেনদেনে অংশ নেওয়া ৬৪টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৩১টির, দর কমেছে ১৮টির এবং ১৫ কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত আছে।
সিএসইতে লেনদেনের প্রথমার্ধে দেড় কোটি টাকার বেশি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
১৮৬ দিন আগে
সূচকের উত্থান দিয়ে সপ্তাহ শুরু পুঁজিবাজারে
ঢাকা-চট্টগ্রামের পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন শুরু হয়েছে সূচকের উত্থানের মধ্য দিয়ে, দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৫ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস ৫ এবং বাছাইকৃত কোম্পানির ব্লু-চিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ১২ পয়েন্টে।
দাম বেড়েছে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির। ২৩২ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৭৯ এবং অপরিবর্তিত আছে ৮৬ কোম্পানির শেয়ারের দাম।
আরও পড়ুন: অবশেষে উত্থানের মুখ দেখলেও লেনদেন কমেছে পুঁজিবাজারে
প্রথম দুই ঘন্টায় ঢাকার বাজারে ৯০ কোটি টাকার ওপর শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ৩০ পয়েন্ট।
লেনদেনে অংশ নেওয়া ৭০ কোম্পানির মধ্যে দর বেড়েছে ৩৪, কমেছে ২২ এবং অপরিবর্তিত আছে ১৪ কোম্পানির শেয়ারের দাম।
সিএসইতে লেনদেনের প্রথমার্ধে ৪ কোটি টাকার ওপরে শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে।
১৮৭ দিন আগে
পুঁজিবাজারে প্রথম ঘণ্টার লেনদেন চলছে সূচকের উত্থানে
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা ও চট্টগ্রামের দুই স্টক এক্সচেঞ্জে প্রথম ঘণ্টার লেনদেন চলছে সূচকের উত্থানে। এই সময়ে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রথম ঘণ্টার লেনদেনে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২০ পয়েন্ট। বাকি দুটি সূচকের মধ্যে শরিয়াভিত্তিক সূচক ডিএসইএস বেড়েছে ৬ পয়েন্ট এবং বাছাইকৃত ব্লু-চিপ শেয়ারের সূচক ডিএস৩০ বেড়েছে ২ পয়েন্ট।
ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২১১টির শেয়ারের দাম বেড়েছে, ৭৯টির কমেছে এবং ৭৮টির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।
আরও পড়ুন: দ্বিতীয় দিনেও পতনের মুখে পুঁজিবাজার
প্রথম ঘণ্টায় ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৮ কোটি টাকার বেশি।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ১১ পয়েন্ট।
সিএসইতে লেনদেন হওয়া ৮১টি কোম্পানির মধ্যে ৪১টির শেয়ারের দাম বেড়েছে, ৩২টির কমেছে এবং ৮টির দাম অপরিবর্তিত রয়েছে।
সিএসইতে প্রথম ঘণ্টায় মোট লেনদেন ছাড়িয়েছে ১ কোটি ৮০ লাখ টাকা।
১৯২ দিন আগে
দ্বিতীয় দিনেও পতনের মুখে পুঁজিবাজার
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা-চট্টগ্রামের পুঁজিবাজারে সূচকের বড় পতন হয়েছে, কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। চট্টগ্রামে লেনদেন কিছুটা বাড়লেও কমেছে ঢাকায়।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১০ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস ৪ পয়েন্ট এবং বাছাইকৃত কোম্পানির ব্লু-চিপ সূচক ডিএস-৩০ কমেছে ৬ পয়েন্ট।
লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ কোম্পানির দাম কমেছে বেশিরভাগের। ১০০ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ২১৫ এবং অপরিবর্তিত আছে ৮১ কোম্পানির শেয়ারের দাম।
ক্যাটাগরির হিসাবে এ, বি এবং জেড তিন ক্যাটাগরিতেই তালিকাভুক্ত বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। লভ্যাংশ দেয়া ভালো কোম্পানির শেয়ার এ ক্যাটাগরির ২১৭ কোম্পানির মধ্যে ৪৮ কোম্পানির দরবৃদ্ধি হলেও দর কমেছে ১২৮ এবং অপরিবর্তিত আছে ৪১ কোম্পানির শেয়ারের দাম।
দাম কমেছে লেনদেনে অংশ নেওয়া ৩৬ মিউচুয়াল ফান্ডেও। ১০ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দাম কমেছে ১০ এবং অপরিবর্তিত আছে ১৬ কোম্পানির ইউনিটের দাম।
১৮ কোম্পানির ৯ কোটি টাকার শেয়ার বিক্রি হয়েছে ডিএসই ব্লক মার্কেটে। ফাইন ফুডস সর্বোচ্চ ৯ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে।
ঢাকার বাজারে সারাদিনে মোট ২৩৫ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গত কার্যদিবসে ছিল ২৭৮ কোটি টাকা।
৯.৬৬ শতাংশ দাম বেড়ে ডিএসইতে শীর্ষ শেয়ার বারাকা পতেঙ্গা পাওয়ার। অন্যদিকে ৭.৫২ শতাংশের ওপর দর হারিয়ে তলানিতে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক।
আরও পড়ুন: প্রথম ঘণ্টায় ঢিমেতালে লেনদেন চলছে পুঁজিবাজারে
চট্টগ্রামেও পতন
ঢাকায় মতো সূচক কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। সারাদিনের লেনদেনে সিএসইতে সার্বিক সূচক কমেছে ২৬ পয়েন্ট।
লেনদেনে অংশ নেওয়া ১৮৪ কোম্পানির মধ্যে দর বেড়েছে ৫৫, কমেছে ৯৫ এবং অপরিবর্তিত আছে ৩৪ কোম্পানির শেয়ারের দাম।
আরও পড়ুন: বড় পতন দিয়ে সপ্তাহ শুরু পুঁজিবাজারে
সিএসইতে মোট ৮ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে, যা গত কার্যদিবসে ছিল ৪ কোটি ৯৭ লাখ টাকা।
১০ শতাংশ দাম বেড়ে সিএসইতে শীর্ষ শেয়ার আইসিবি সোনালি ব্যাংক ফাস্ট মিউচুয়াল ফান্ড এবং ৯ শতাংশের ওপর দর হারিয়ে তলানিতে এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।
১৯৩ দিন আগে
ঢাকা-চট্টগ্রাম দুই বাজারেই উত্থান, দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির
সপ্তাহের পঞ্চম কার্যদিবসে ঢাকা-চট্টগ্রামের পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে সূচকের উত্থান দিয়ে, দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির। পাশাপাশি লেনদেন বেড়েছে দুই বাজারেই।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৬ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়া ভিত্তিক ডিএসইএস ২ পয়েন্ট এবং বাছাইকৃত কোম্পানির ব্লু-চিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ১ পয়েন্ট।
লেনদেনে অংশ নেয়া ৩৯৯ কোম্পানির দাম বেড়েছে বেশিরভাগের। ২২৭ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ১০৫ এবং অপরিবর্তিত আছে ৬৭ কোম্পানির শেয়ারের দাম।
ক্যাটাগরির হিসাবে এ, বি এবং জেড- তিন ক্যাটাগরিতেই বেড়েছে শেয়ারের দাম। লভ্যাংশ দেয়া ভালো শেয়ারের এ ক্যাটাগরিতে লেনদেন হওয়া ২২১ কোম্পানির মধ্যে ১৪২ কোম্পানির দরবৃদ্ধি হয়েছে। দর কমেছে ৫৬ এবং অপরিবর্তিত আছে ২৩ কোম্পানির শেয়ারের দাম।
দাম বেড়েছে লেনদেনে অংশ নেয়া ৩৬ মিউচুয়াল ফান্ডের প্রায় সবকটির। ৩৫ কোম্পানির দরবৃদ্ধি হয়েছে এবং অপরিবর্তিত আছে ১৩ কোম্পানির ইউনিটের দাম।
২৭ কোম্পানির ২২ কোটি টাকার শেয়ার বিক্রি হয়েছে ডিএসই ব্লক মার্কেটে। ওরিয়ন ইনফিউশন লিমিটেড সর্বোচ্চ ৫ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে।
ঢাকার বাজারে সারাদিনে মোট ৩২৬ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গত কার্যদিবসে ছিল ২৯৭ কোটি টাকা।
৯.৮৫ শতাংশ দাম বেড়ে ডিএসইতে শীর্ষ শেয়ার লিগ্যাসি ফুটওয়্যার। অন্যদিকে ৬ শতাংশের ওপর দর হারিয়ে তলানিতে প্রগ্রেসিভ লাইফ ইনস্যুরেন্স।
চট্টগ্রামেও উত্থান
ঢাকায় মতো সূচক বেড়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। সারাদিনের লেনদেনে সিএসইতে সার্বিক সূচক বেড়েছে ২৯ পয়েন্ট।
আরও পড়ুন: পুঁজিবাজারের প্রথম ঘণ্টায় লেনদেন শুরু উত্থান দিয়ে
লেনদেনে অংশ নেয়া ১৯৪ কোম্পানির মধ্যে দর বেড়েছে ১১৩, কমেছে ৫৩ এবং অপরিবর্তিত আছে ২৮ কোম্পানির শেয়ারের দাম।
সিএসইতে মোট ৭ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে, যা গত কার্যদিবসে ছিল ৬ কোটি ৬৫ লাখ টাকা।
১০ শতাংশ দাম বেড়ে সিএসইতে শীর্ষ শেয়ার লিগ্যাসি ফুটওয়্যার এবং ৯.৯৭ শতাংশ দর হারিয়ে তলানিতে মনোস্পুল বাংলাদেশ পিএলসি।
১৯৭ দিন আগে