শরীয়াভিত্তিক সূচক
পুঁজিবাজারে টানা উত্থানে শেষ হলো সপ্তাহ
সবকটি কার্যদিবসের উত্থানের মধ্য দিয়ে শেষ হলো সপ্তাহের শেষদিনের লেনদেন। শেষ কার্যদিবসে লেনদেন বেড়েছে ঢাকা-চট্টগ্রাম দুটি বাজারেই।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সপ্তাহের শেষদিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরুতেই সূচক ছিল ঊর্ধ্বমুখী। দিনের লেনদেশ শেষে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৯ পয়েন্ট।
বাকি দুই সূচকের মধ্যে শরীয়াভিত্তিক সূচক ডিএসইএসের উত্থান দশমিকের নিচে থাকলেও বাছাইকৃত শেয়ার ব্লু-চিপের সূচক কমেছে ১ পয়েন্ট।আরও পুড়ন: উত্থানের ধারা অব্যাহত পুঁজিবাজারে
সারাদিনের লেনদেনে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। লেনদেন হওয়া ৩৯৫ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৯৫, কমেছে ১৪৭ এবং অপরিবর্তিত আছে ৫৩ কোম্পানির শেয়ারের দাম।
ক্যাটাগরির হিসাবে তিন ক্যাটাগরিতেই বেশিরভাগ কোম্পানি ছিল দরবৃদ্ধির তালিকায়। ‘এ’ ক্যাটাগরির ৯৮ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৮০ এবং অপরিবর্তিত আছে ৩৮ কোম্পানির শেয়ারের দাম।
‘বি’ ক্যাটাগরিতে ৪৬ কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৩৬ এবং অপরিবর্তিত আছে ৪ কোম্পানির শেয়ারের দাম। ‘জেড’ ক্যাটাগরিতে ৫১ কোম্পানির দাম বাড়লেও কমেছে ৩০ এবং অপরিবর্তিত আছে ১১ কোম্পানির শেয়ারের দাম।
লেনদেন হওয়া ৩৭ মিউচুয়াল ফান্ডের মধ্যে বেশিরভাগরেই দাম ছিল অপরিবর্তিত। ১৮ কোম্পানির দামে কোনো পরিবর্তন না আসলেও, দাম বেড়েছে ১২ এবং কমেছে ৭ কোম্পানির।আরও পড়ুন: উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে দুই পুঁজিবাজারে
সপ্তাহের শেষদিনে ব্লক মার্কেটে ৩১ কোম্পানির ২৮ লাখ ৮৫ হাজার শেয়ার ১৭ কোটি ৯৬ লাখ টাকায় বিক্রি হয়েছে। এরমধ্যে বিচ হ্যাচারি লিমিটেড ৪ লাখ ৩৫ হাজার শেয়ার ৪ কোটি ৩৪ লাখ টাকায় বিক্রি করেছে।
সারাদিনে মোট ৪২৯ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে, যা গতদিন ছিল ৪৭১ কোটি টাকা।
ঢাকার মতোই চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ৭০ পয়েন্ট। লেনদেন হওয়া ১৯৯ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১০, কমেছে ৫৮ এবং অপরিবর্তিত আছে ৩১ কোম্পানির শেয়ারের দাম।
সারাদিনে সিএসইতে মোট লেনদেন হয়েছে ৯ কোটি ৬৮ লাখ টাকা।
৩০২ দিন আগে