ডগ ম্যান
২০২৫ সালের রূপালি পর্দায় সুপারহিরোদের রোমাঞ্চকর অভিযান
বিশ্ব চলচ্চিত্রে ফ্যান্টাসি ঘরানার মহাকাব্যিক আখ্যানগুলো অনেক আগে থেকেই সমাদৃত হয়ে এসেছে। তন্মধ্যে অভূতপূর্ব শক্তির কিংবদন্তির জন্য সুপারহিরো মুভিগুলোর জনপ্রিয়তা যারপরনাই বেশি। ২১ শতকে ভিজুয়াল ইফেক্টে পরিপক্কতা আসায় এই দর্শকপ্রিয়তা রূপ নিয়েছে ঝড়ো হাওয়ায়।
বিশেষ করে মার্ভেল ও ডিসি মুভিগুলোর অনুষঙ্গ উঠলে মুভিপ্রেমিরা রীতিমত হামলে পড়েন। অন্যান্য বছরগুলোর মতো ২০২৫ সালেও সুপারহিরোকে রূপালি পর্দায় আনতে যাচ্ছে খ্যাতিমান কয়েকটি ফিল্ম হাউজ।
চলুন, বহুল প্রত্যাশিত সেই চলচ্চিত্রগুলোর ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
২০২৫ সালের যত সুপারহিরো চলচ্চিত্র
.
ডগ ম্যান/৩১ জানুয়ারি, ২০২৫
ডেভ পিল্কির শিশুতোষ গ্রাফিক উপন্যাস সিরিজ ‘ডগ ম্যান’-এর পূর্ণদৈর্ঘ্য এনিমেটেড সংস্করণ তৈরি করেছে ড্রিমওয়ার্ক্স এনিমেশন। ইউনিভার্সাল পিকচার্স নিবেদিত এই কমেডি মুভি ‘ক্যাপ্টেন আন্ডারপ্যান্ট্স’ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবি। রচনা ও পরিচালনায় ছিলেন পিটার হেস্টিংস। অ্যাকশন কমেডিটি নিমির্ত হয়েছে ২০১৭ সালের ‘ক্যাপ্টেন আন্ডারপ্যান্ট্স: দ্যা ফার্স্ট এপিক মুভি’ চলচ্চিত্রের প্রেক্ষাপটে। মজার এই চলচ্চিত্রটির গল্প ডগ ম্যানকে নিয়ে, যার পুরো শরীরটাই মানুষের কিন্তু গলার উপরের অংশ কুকুরের।
আরো পড়ুন: জিজ্ঞাসাবাদ শেষে ছাড়া পেয়েছেন শাওন ও সোহানা সাবা
তার রয়েছে অতিমানবীয় শক্তি ও ক্ষিপ্রতা, যা ব্যবহার করে সে জনসাধারণের প্রতিরক্ষা নিশ্চিত করে। তার প্রধান শত্রু হচ্ছে এক ধূর্ত বিড়াল, যে পিটি দ্যা ক্যাট নামে পরিচিত। নানান ধরণের অপকর্মের এই মূল হোতাকে থামানোর জন্য নিরলস চেষ্টা করে চলে ডগ ম্যান। কুকুর ও মানুষের দ্বৈত ভূমিকায় কণ্ঠ দিয়েছেন স্বয়ং পরিচালক হেস্টিংস।
অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে কণ্ঠ দিয়েছেন পিট ডেভিড্সন, ইস্লা ফিশার, লিল রিল হাওরি, পপি লিউ, বিলি বয়েড, এবং রিকি জার্ভেস।
ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড/১৪ ফেব্রুয়ারি, ২০২৫
এটি মার্ভেল কমিক সুপারহিরো ফ্যাল্কন ওরফে স্যাম উইল্সনের ক্যাপ্টেন আমেরিকা হিসেবে প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর মাধ্যমে কিংবদন্তির চরিত্রটি নিয়ে প্রথমবারের মতো বড় পর্দায় আত্মপ্রকাশ করবেন অ্যান্থনি ম্যাকি। এর আগে এই ভূমিকায় থাকা ক্রিস ইভান্সের ট্রিলজির পরিসমাপ্তি ঘটে ২০১৬ সালের ছবি ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’-এর মাধ্যমে। ফ্যাল্কন উইল্সনের নতুন সুপারহিরো হিসেবে স্থলাভিষিক্ত হওয়ার ঘটনাটি ঘটে ২০২১-এর মিনিসিরিজ- ‘দ্যা ফ্যাল্কন অ্যান্ড দ্যা উইন্টার সোল্জার’-এ।
আরো পড়ুন: শিশুদের টিকটক আসক্তি: ঝুঁকি থেকে যেভাবে বাঁচবেন
‘ব্রেভ নিউ ওয়ার্ল্ড’ হতে যাচ্ছে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স (এমসিইউ)-এর ৩৫-তম মুভি। এর মধ্য দিয়ে ইউনিভার্সের পঞ্চম ফেজ-এ ক্যাপ্টেন আমেরিকার যুগ শুরু হবে। মুভির নির্দেশনায় রয়েছেন জুলিয়াস ওনাহ ও চিত্রনাট্য গড়েছেন রব এডওয়ার্ড্স। সাই-ফাই অ্যাকশন ঘরানার মুভিটির গল্প লেখনীতে ওনাহ সহ আরও রয়েছেন পিটার গ্ল্যাঞ্জ, ডালান মুসন, এবং ম্যাল্কম স্পেলম্যান। সিনেমার গল্পে দেখা যাবে— থ্যাডিয়াস রস রাষ্ট্রপতি পদে আরোহণের পরপরই একটি আন্তর্জাতিক সংকটে জড়িয়ে পড়বেন উইল্সন। প্রতারণার নেপথ্যের নাটের গুরুকে জব্দ করার জন্য তার ফাঁদে পা দেওয়া ছাড়া আর কোনও উপায় নেই তার।
সিনেমায় নতুন ফ্যাল্কন হিসেবে আগমন ঘটবে জ্যাকুইন টোরিস (ড্যানি রামিরেজ)-এর। অন্যান্য সুপারহিরোদের মধ্যে আরও দেখা যাবে রেড হাল্ক (হ্যারিসন ফোর্ড), সাইডউইন্ডার (জিয়ানকার্লো এস্পোসিতো) এবং ডায়মন্ডব্যাক (রোসা স্যালাজার)। এছাড়া সহশিল্পী হিসেবে থাকবেন শিরা হাস, কার্ল লুম্বলি, লিভ টাইলার, জোহানেস হাউকুর জোহানেসন, জোশা রোকমোর এবং টিম ব্লেক নেল্সন। বরাবরের মতো চলচ্চিত্রের নির্মাতা প্রতিষ্ঠান মার্ভেল স্টুডিও ও পরিবেশন করা হবে ওয়াল্ট ডিজনি স্টুডিওস মোশন পিকচার্সের সৌজন্যে।
থান্ডারবোল্ট্স*/২ মে, ২০২৫
মার্ক ব্যাগ্লি ও কার্ট বিসিয়্যাকের গড়া মার্ভেল গ্রুপ ‘থান্ডারবোল্টস’-কে প্রথমবারের মতো বড় পর্দায় নিয়ে আসছেন পরিচালক জেক শ্রায়ার। চিত্রনাট্যে রয়েছেন লি সুং জিন, এরিক পিয়ার্সন এবং জোয়ানা ক্যালো। মার্ভেল স্টুডিওস নির্মিত এমসিইউয়ের এই ৩৬-তম চলচ্চিত্রটির মধ্য দিয়ে ইতি ঘটবে ইউনিভার্সের পঞ্চম ফেজের। সরকার পরিচালিত এক ঝুঁকিপূর্ণ মিশনে যাওয়া কতক সুপার অ্যান্টিহিরোদের নিয়ে আবর্তিত হয়েছে মুভির কাহিনী।
আরো পড়ুন: গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৫: সঙ্গীতের সেরা পুরস্কার বিজয়ীরা
শুরু থেকে শেষব্দি অ্যাকশনে মোড়া এই সিনেমায় একত্রিত করা হয়েছে মুখোমুখি মুষ্ঠি যুদ্ধে পারদর্শি মার্ভেলের সেরা হিরোদের। যাদের ভূমিকায় অবতীর্ণ হতে দেখা যাবে ফ্লোরেন্স পাফ, সেবাস্টিয়ান স্ট্যান, ডেভিড হার্বার, হানা জন-কামেন, ওল্গা কিউরিল্যাঙ্কো এবং লুইস পুলম্যানকে। অ্যন্টিহিরোদের বাইরে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ওয়ায়েট রাসেল, জুলিয়া লুই-ড্রেফাস, জেরাল্ডিন বিশ্বনাথান, ক্রিস বাউয়ার এবং ওয়েন্ডেল এডওয়ার্ড পিয়ার্স। বিশ্ব জুড়ে ছবিটির ডিস্ট্রিবিউশন স্বত্ব পেয়েছে ওয়াল্ট ডিজনি স্টুডিওস মোশন পিকচার্স।
সুপারম্যান/১১ জুলাই, ২০২৫
ডিসি কমিকের সবথেকে জনপ্রিয় এই চরিত্রটিকে এবার চলচ্চিত্ররূপ দিতে যাচ্ছেন জেম্স গান। তার লেখা এবং পরিচালনায় এই সুপারম্যান-এর মধ্য দিয়ে সূচনা হবে ডিসি ইউনিভার্সের। ডিসি স্টুডিওর প্রোডাকশনটির পরিবেশনের দায়িত্ব পেয়েছে ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স। ফ্র্যাঙ্ক কোয়াইটলি ও গ্র্যান্ট মরিসনের ‘অল-স্টার সুপারম্যান’ কমিক বই সিরিজ আকারে প্রকাশ পেয়েছিলো ২০০৫ থেকে ২০০৮ পর্যন্ত। এই সিরিজ অবলম্বনেই তৈরি করা হয়েছে এবারের চিত্রনাট্য। একদিকে ক্রিপ্টোনের শিকড়ের টান অপরদিকে পৃথিবীর ছোট্ট মান্ত শহর স্মলভিলে মানব পরিবার। এ দুয়ের মাঝে ভীষণ মানসিক পীড়নে জর্জরিত ক্লার্ক কেন্টকে নিয়েই এগিয়ে যাবে সিনেমার কাহিনী। ক্লার্ক কেন্ট ওরফে সুপারম্যান চরিত্রে এবার অভিনয় করেছেন ডেভিড কোরেন্সওয়েট। লইস লেনের চরিত্রে রয়েছেন র্যাচেল ব্রসনাহান এবং লেক্স লুথার চরিত্রে নিকোলাস হল্ট।
আরো পড়ুন: ইউটিউবে প্রকাশিত হলো তাহসান-সিঁথির ‘একা ঘর আমার’
অ্যাডভেঞ্চার মুভিটি হতে যাচ্ছে একাধিক সুপারহিরোদের মিলনমেলা। তালিকার বহুল পরিচিতদের মধ্যে রয়েছে গ্রিন ল্যান্টার্ন (নাথান ফিলিয়েন), মিস্টার টেরিফিক (এডি গাথেজি), মেটামর্ফো (অ্যান্থনি ক্যারিগান), এবং হকগার্ল (ইসাবেলা মার্স্ড)। অন্যান্য প্রধান চরিত্রগুলোর অভিনয়ে আছেন ওয়েন্ডেল পিয়ার্স, নেভা হাওয়েল, প্রুইট টেলর ভিন্স এবং স্কাইলার জিসন্ডো।
দ্যা ফ্যান্টাস্টিক ফোর: ফার্স্ট স্টেপ্স/২৫ জুলাই, ২০২৫
মার্ভেল স্টুডিওর প্রযোজনায় দ্বিতীয়বারের মতো রিবুট হতে যাচ্ছে মার্ভেল সুপারহিরো গ্রুপ ফ্যান্টাস্টিক ফোর-এর। এমসিইউয়ের এই ৩৭-তম মুভিটির মধ্য দিয়ে শুরু হতে চলেছে ইউনিভার্সের ৬ষ্ঠ ফেজ-এর যাত্রা। ম্যাট শাকম্যান পরিচালিত সাই-ফাই অ্যাডভেঞ্চারটির চিত্রনাট্যে কাজ করেছে বিরাট টিম। এই টিমের সদস্যরা হলেন পিটার ক্যামেরন, জেফ কাপলান, জশ ফ্রিডম্যান, ইয়ান স্প্রিঙার, এরিক পিয়ার্সন এবং ক্যামেরন স্কয়ার্স। ১৯৬০-এর দশকের এক অদ্ভূত ডিস্টোপিয়ান জগত ঘিরে আবর্তিত হয়েছে গল্পের পটভূমি। এমন বৈরি জগতে গ্যালাক্টাস এবং সিলভার সার্ফার নামক সুপারভিলেনদের সর্বগ্রাসী শক্তির মুখোমুখি হবে ফ্যান্টাস্টিক ফোর।
শিরোনামের গ্রুপটির প্রতিটি সদস্যের ভূমিকায় দেখা যাবে নতুন অভিনয়শিল্পীদের। ‘মিস্টার ফ্যান্টাস্টিক’ চরিত্রে পেড্রো প্যাস্কেল, ‘ইন্ভিজিবল উইমেন’ চরিত্রে ভ্যানেসা কার্বি, ‘দ্যা থিং’ চরিত্রে ইবন মস-বাচরাক, এবং ‘হিউম্যান টর্চ’ চরিত্রে থাকবেন জোসেফ কুইন। রাল্ফ ইনেসন হাজির হবেন ‘গ্যালাক্টাস’ হিসেবে এবং জুলিয়া গার্নার থাকবেন ‘সিলভার সার্ফার’-এর নেপথ্যে। অন্যান্য সহশিল্পীদের তালিকায় রয়েছেন পল ওয়াল্টার হাউসার, জন মাল্কোভিচ, স্যারা নাইল্স এবং নাতাশা লিওন। চলচ্চিত্রটির পরিবেশনার ভার অর্পন হয়েছে ওয়াল্ট ডিজনি স্টুডিওস মোশন পিকচার্সের উপর।
আরো পড়ুন: স্কুইড গেম সিজন-২: জনপ্রিয় যেসব চরিত্র
সারসংক্ষেপ
২০২৫ সালের সুপারহিরো মুভিগুলো কিংবদন্তির সুপারহিরো চরিত্রগুলোকে নতুন আঙ্গিকে উপস্থাপন করতে যাচ্ছে। তন্মধ্যে ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’, ‘থান্ডারবোল্ট্স*’, ও ‘দ্যা ফ্যান্টাস্টিক ফোর: ফার্স্ট স্টেপ্স’ প্রতিনিধিত্ব করছে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সকে। সুপারহিরোদের মিলনমেলার আয়োজন করতে যাচ্ছে ডিসি মুভি ‘সুপারম্যান’, যা ভক্তদের জন্য নতুন এক অভিজ্ঞতার প্রত্যাশা রাখছে। ‘ডগ ম্যান’ তার হাস্যরসে ভরা রোমাঞ্চ দিয়ে ইতোমধ্যেই বিভিন্ন বয়সের দর্শকদের মন জয় করে নিয়েছে। সর্বসাকূল্যে, হলিউড চলচ্চিত্রগুলোর মুক্তির আবহে গল্প ও ভিজুয়াল পরিবেশনার দিক থেকে সুপারহিরো জনরা পেতে যাচ্ছে নতুন দিগন্ত।
৩৮ দিন আগে