টেক্সটাইল কারখানা
সাভারে টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ড
সাভার কর্ণপাড়ার টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এইচ আর টেক্সটাইল মিলস কারখানায় এই অগ্নিকাণ্ড ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত আগুনের কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: শরীয়তপুরে বিএনপির অফিসে অগ্নিকাণ্ড
তবে শিল্প পুলিশ জানায়, টেক্সটাইল কারখানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সাভার ফায়ার সার্ভিসকে খবর দিলে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কারখানার এ জি এম কমপ্লায়েন্স মনিরুল ইসলাম বলেন, ‘বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে।’
২৯৯ দিন আগে