আমাজন
অস্তিত্ব বাঁচাতে মানবাধিকার সংস্থার দ্বারস্থ আমাজনের আদিবাসীরা
দক্ষিণ আমেরিকার দেশ পেরুর আমাজন অঞ্চলে তেল ও গ্যাস প্রকল্প বন্ধের জন্য একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থায় অভিযোগ করেছেন অঞ্চলটির আদিবাসী নেতারা।
স্থানীয় সময় মঙ্গলবার (৪ মার্চ) ইন্টার-আমেরিকান কমিশন অন হিউম্যান রাইটসের (আইএসিএইচআর) এক শুনানিতে সেখানকার প্রকৃত অবস্থা তুলে ধরেন আদিবাসী নেতারা। এর আগে বেশ কয়েকবার পেরু সরকারের কাছে আমাজন বনাঞ্চলে তেল ও গ্যাস অনুসন্ধান বন্ধের দাবি জানালেও কোনো সুরাহা হয়নি।
পরে আইএসিএইচআরের শুনানিতে ওই প্রকল্পের কারণে আমাজন বনে বসবাসকারী আদিবাসীদের জীবনে যেসব নেতিবাচক প্রভাব পড়ে, সেই সম্পর্কিত প্রমাণ তুলে ধরা হয়।
আরও পড়ুন: ব্রাজিলের আমাজনে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৫
এই প্রকল্পগুলো তাদের ভূমি, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে তাদের অধিকার লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেন আদিবাসী নেতারা। এছাড়া, আন্তর্জাতিক আইনে, আমাজন অঞ্চলে কোনো প্রকল্প বাস্তবায়ন করার আগে আদিবাসী গোষ্ঠীদের সাথে আলোচনা বাধ্যতামূলক করা হলেও তা উপেক্ষা করা হয়েছে বলে উল্লেখ করেন তারা।
আদিবাসী অধিকার সংগঠন সারভাইভাল ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, পেরুর আমাজন অঞ্চলে কমপক্ষে ২০টি আদিবাসী গোষ্ঠী রয়েছে। এই আদিবাসীরা বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় আমাজনের সবচেয়ে দুর্গম অঞ্চলে বাস করেন।
সম্প্রতিক এক প্রতিবেদনে জানা গেছে, পেরু সরকার তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য নিলামে তুলছে আদিবাসীরা যেসব অঞ্চলে বাস করছে সেখানকার ভূমি।
ইন্টারন্যাশনাল ওয়ার্ক গ্রুপ ফর ইন্ডিজিনাস অ্যাফেয়ার্সের তথ্য অনুযায়ী, পেরুতে অবস্থিত আমাজনের প্রায় ৭৫ শতাংশ এলাকাতে তেল ও গ্যাস অনুসন্ধান চলছে। সেখানে প্রায় ২১টি আদিবাসী গোষ্ঠীর বাস করে। যারা সভ্য সমাজ থেকে বিচ্ছিন্ন।
সারভাইবাল ইন্টারন্যাশনালের দেওয়া তথ্য অনুযায়ী, সম্প্রতি তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য একটি এলাকায় কাঠ কাটার সময়ে ওই অঞ্চলে বসবাসসরত আদিবাসী গোষ্ঠী মাসাকো-পিরোর সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
পেরু সরকারের কার্যক্রম চলমান থাকলে তা আদিবাসীদের জন্য কতটা হুমকি হতে চলেছে, তারই ইঙ্গিত ওই ঘটনা বহন করে বলে আশঙ্কা প্রকাশ করে সংস্থাটি।
আরও পড়ুন: ব্রাজিলের আমাজনে পানির তাপমাত্রা বেড়ে যাওয়ায় শতাধিক ডলফিনের মৃত্যু
সংস্থাটির এক গবেষক টেরেসা মেয়ো বলেন, ‘পেরুতে ন্যায়বিচার পেতে ব্যর্থ হয়ে আদিবাসী সংগঠনগুলো আইএসিএইচআরের মতো আন্তর্জাতিক ফোরামের শরণাপন্ন হয়েছে।’
তবে এ বিষয়ে জানতে চাওয়া হলে পেরু সরকারের পক্ষ থেকে বলা হয়, পেরু একটি গণতান্ত্রিক রাষ্ট্র। দেশটির সরকার আইনের শাসন ও মানবাধিকার সমুন্নত রাখার জন্য এবং সকল নাগরিকের অধিকার সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।
এ সময় তারা জানায়, মানবাধিকার সংক্রান্ত বিষয়েও তারা গুরুত্বের সঙ্গে কাজ করছে সরকার।
তবে সরকারের দাবি সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেন পেরুর আমাজন রেইনফরস্টের উন্নয়নে কাজ করা আন্তজার্তিক সংস্থা এআইডিইএসইপিয়ের সদস্য জুলিও প্যালাসিওস।
তিনি বলেন, আদিবাসী মানুষগুলোর অধিকারকে সম্মান করা হচ্ছে না। তেল ও গ্যাস অনুসন্ধানে কার্যক্রম চলমান রয়েছে।
সরকারের এই পদক্ষেপ জনজীবন থেকে বিচ্ছিন্ন গোষ্ঠীগুলোর অস্বিত্ব হুমকিতে ফেলবে বলে মত দেন তিনি। আদিবাসীদের শুনানিতে অংশগ্রহণ করা একজন আইনজীবী জানান, ‘পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে।’
আন্তজার্তিক আইনে ওই অঞ্চলগুলোতে যেকোনো কাজ করার আগে আদিবাসীদের সঙ্গে আলোচনার বিধান থাকলেও পেরু সরকার যে তা মানেনি তা ইতোমধ্যে স্পটষ্ট বলে মন্তব্য করেন তিনি। এই অভিযোগের ব্যাপারে পেরু সরকারের মন্তব্য জানতে চাওয়া হলেও তারা কোনো প্রতিক্রিয়া জানায়নি।
আইএসিএইচআর কমিশন পেরু সরকারকে এই অভিযোগগুলোর বিষয়ে লিখিত প্রতিক্রিয়া জানানোর নির্দেশ দিয়েছে। বিশেষত তেল ছড়িয়ে পড়া মোকাবিলায় ও ক্ষতিগ্রস্ত সম্প্রদায়গুলোকে সহায়তা করতে সরকার কি ধরনের পদক্ষেপ নিয়েছে; তা জানতে চাওয়া হয়েছে।
১৬ দিন আগে
ব্রাজিলের আমাজনে পানির তাপমাত্রা বেড়ে যাওয়ায় শতাধিক ডলফিনের মৃত্যু
পানির তাপমাত্রা অত্যাধিক বেড়ে যাওয়ায় ব্রাজিলের আমাজন রেইন ফরেস্টে গত সপ্তাহে ১০০ টিরও বেশি ডলফিন মারা গেছে।
বিশেষজ্ঞরা জানিয়েছে, পানির তাপমাত্রা এই পর্যায়ে থাকলে শিগগিরই আরও অনেক ডলফিন মারা যেতে পারে।
ব্রাজিলের বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন মন্ত্রণালয়ের একটি গবেষণা দল মামিরুয়া ইনস্টিটিউট জানিয়েছে, তেফে হ্রদের আশেপাশের অঞ্চলে সোমবার আরও দুটি মৃত ডলফিন পাওয়া গেছে।
আরও পড়ুন: হাওয়াইয়ের স্পিনার ডলফিনের সাথে সাঁতার কাটা নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র
ইনস্টিটিউটের দেওয়া ভিডিওতে দেখা গেছে, শকুনেরা সৈকতে ডলফিনের মৃতদেহ তুলে নিচ্ছে। হাজার হাজার মাছও মারা গেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
বিশেষজ্ঞরা মনে করেন, হ্রদগুলোর পানির উচ্চ তাপমাত্রা এই অঞ্চলের সবচেয়ে বেশি প্রাণির মৃত্যুর সম্ভাব্য কারণ।
গত সপ্তাহ থেকে টেফে লেক অঞ্চলে তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস (১০২ ডিগ্রি ফারেনহাইট) অতিক্রম করেছে।
ব্রাজিল সরকারের চিকো মেন্ডেস ইনস্টিটিউট ফর বায়োডাইভার্সিটি কনজারভেশন গত সপ্তাহে জানিয়েছে, তারা পশুচিকিত্সক ও জলজ স্তন্যপায়ী বিশেষজ্ঞদের একটি দল পাঠিয়েছে।
মামিরাউয়া ইন্সটিটিউটের গবেষক মরিয়ম মারমন্টেল বলেন, টেফে লেকে প্রায় ১ হাজার ৪০০ ডলফিন ছিল।
মারমন্টেল বলেন, ইতোমধ্যে এক সপ্তাহে আমরা ১২০টি প্রাণী হারিয়েছি, যা মোট সংখ্যার ৫-১০ শতাংশ।
খরার কারণে শুক্রবার আমাজোনাসের গভর্নর উইলসন লিমা জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
নিকসন মারেইরা ৬০ হাজার বাসিন্দার শহর টেফের মেয়র।
তিনি বলেন, নদীশুষ্ক হওয়ায় তার সরকার কিছু বিচ্ছিন্ন সম্প্রদায়ের কাছে সরাসরি খাদ্য সরবরাহ করতে পারছে না।
মামিরুয়া ইনস্টিটিউটের জিওস্প্যাটিয়াল কোঅর্ডিনেটর আয়ান ফ্লিশম্যান বলেন, আমাজন অঞ্চলের নদীতীরবর্তী জনগোষ্ঠীর ওপর খরার বড় প্রভাব পড়েছে।
তিনি বলেন, অনেক সম্প্রদায় বিচ্ছিন্ন হয়ে পড়ছে, ভালো মানের পানি পাচ্ছে না, নদীতে নৌকা চালাতে পারছে না। অথচ তাদের যাতায়াতের প্রধান মাধ্যম নদী।
ফ্লিশম্যান বলেন, পানির তাপমাত্রা শুক্রবার ৩২ ডিগ্রি সেলসিয়াস (৮৯ ফারেনহাইট) থেকে বেড়ে রবিবার প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস (১০০ ফারেনহাইট) হয়েছে।
তিনি আরও বলেন, তারা এখনও ডলফিনের মৃত্যুর কারণ অনুসন্ধান করছেন। তবে পানির উচ্চ তাপমাত্রা প্রধান কারণ বলেই তাদের সন্দেহ।
আরও পড়ুন: হালদা নদীতে দুইদিনে আরও ২টি ডলফিনের মৃত্যু
বরগুনায় সৈকতে ভেসে এলো মৃত ডলফিন
৫৩৫ দিন আগে
ফিরে দেখা ২০১৯: বিশ্বের আলোচিত পাঁচ ঘটনা
মহাকালের পরিক্রমায় শেষ হতে চলেছে আরো একটি বছর। নানা ঘটনা-দুর্ঘটনা, অর্জন-বিসর্জনের মধ্য দিয়ে বিদায়ের দ্বারপ্রান্তে ২০১৯ সাল।
১৯১০ দিন আগে
আমাজনে আগুন: ৭ দেশের বন সুরক্ষা চুক্তিতে সই
ঢাকা, ০৭ সেপ্টেম্বর (ইউএনবি)- আমজন নদীর অববাহিকা রক্ষায় ব্যবস্থা নিতে একমত হয়েছে দক্ষিণ আমেরিকার সাত দেশ। সেখানে বিশ্বের সর্ববৃহৎ গ্রীষ্মমণ্ডলীয় বনে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনায় বিশ্বব্যাপী উদ্বেগের মাঝে এ পদক্ষেপ নেয়া হলো, খবর বিবিসি।
২০২২ দিন আগে
আমাজনের আগুন সফলভাবে নিয়ন্ত্রণের দাবি ব্রাজিলের
ওয়াশিংটন, ৩১ আগস্ট (এপি/ইউএনবি)- আন্তর্জাতিক উদ্বেগ সৃষ্টি করা আমাজন অঞ্চলের আগুন ব্রাজিল সফলভাবে নির্বাপণ করেছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আর্নেস্তো আরোহু।
২০২৯ দিন আগে
আমাজনের আগুন নেভাতে ২০ মিলিয়ন ডলার সাহায্য ব্রাজিলের প্রত্যাখ্যান
রিও ডি জেনিরো, ২৭ আগস্ট (সিনহুয়া/ইউএনবি)- আমাজন জঙ্গলে চলমান ধ্বংসাত্মক দাবানল নেভাতে জি৭ গ্রুপের সাহায্য প্রস্তাব সোমবার ফিরিয়ে দিয়েছে ব্রাজিল।
২০৩৩ দিন আগে