মার্কিন শিক্ষক
মার্কিন শিক্ষককে ছেড়ে দিল রাশিয়া
মার্কিন শিক্ষক মার্ক ফোজেলকে ছেড়ে দিয়েছে রাশিয়া। তিনি গেল এক বছর তিন মাস ধরে রাশিয়ার কারাগারে বন্দি ছিলেন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, তাকে ভুলভাবে আটক করা হয়েছে।
কাতারভিত্তিক আলজাজিরার খবরে বলা হয়, ২০২১ সালের আগস্টে রাশিয়ায় আটক করা হয়েছে ৪৩ বছর বয়সী ফোজেলকে। পরে ১৭ গ্রাম ঔষধি গাঁজা বহনের দায়ে ১৪ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টজ বলেন, তাকে ফেরত আনার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বিশেষ দূত স্টিভ উইটকফ আলোচনা করেছেন। তবে কীসের বিনিময়ে এই শিক্ষককে ফেরত দিচ্ছে রাশিয়া তা উল্লেখ করা হয়নি।
আরও পড়ুন: চুক্তি লঙ্ঘনের অভিযোগ: জিম্মিদের ফেরত দিচ্ছে না হামাস
তিনি বলেন, ‘রুশরা আমাদের ওপর যে আস্থা রেখেছেন, তা বলে দিচ্ছে ইউক্রেনে প্রাণঘাতী হামলা বন্ধে আমরা সঠিক পথে আছি। আজ রাতের মধ্যে মার্ক ফোজেল আমেরিকার মাটিতে থাকবেন এবং তার পরিবারের সঙ্গে মিলিত হবেন।
নিজের নির্বাচনী প্রচারে প্রেসিডেন্ট হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধের অঙ্গীকার করেছিলেন ট্রাম্প। এই যুদ্ধ এখন চার বছরে পা রাখতে যাচ্ছ। কিন্তু এই ধ্বংসযজ্ঞ বন্ধে ট্রাম্প কী পরিকল্পনা নিয়েছেন, তা এখনো কারও কাছে স্পষ্ট না।
৩১৭ দিন আগে