পূর্বশত্রুতা
পূর্বশত্রুতা ও ট্রলারের লোভে যাত্রীবেশে চাচাকে হত্যা: এসপি
বরিশালের উজিরপুরে পূর্বশত্রুতা ও ট্রলারের লোভে যাত্রীবেশে চাচাকে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজা ও তার পরিবারের বিরুদ্ধে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বরিশাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার (এসপি) শরিফ উদ্দীন লিখিত বক্তব্যে এই তথ্য জানান।
গত ৩১ জানুয়ারি উজিরপুর উপজেলার শিকারপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ট্রলারচালক মাহাবুব মুণ্ডপাশা গ্রামের সেকান্দার আলীর ছেলে।
পুলিশ সুপার বলেন, গত ৩১ জানুয়ারি শিকারপুর খেয়াঘাটে ট্রলারচালক মাহাবুব হাওলাদারকে যাত্রী বেশে মাঝ নদীতে নিয়ে হত্যা করে তার ভাতিজা ও পরিবারের সদস্যসহ ৬ জন। ওই ঘটনায় থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করে মাহাবুবের পরিবার। এরপর আসামিদের গ্রেপ্তার করে পুলিশ।
আরও পড়ুন: কঙ্গোতে বাংলাদেশি শান্তিরক্ষীরা নিরাপদে আছেন: আইএসপিআর
আসামিরা হলেন— বরিশালের উজিরপুরের সুজন হাওলাদার, রিয়াদ হাওলাদার, মুলাদীর নাঈম হাওলাদার, সাব্বির খান, তাজিম হাওলাদার ও বরগুনা জেলার তাসিন হাওলাদার।
তিনি আরও বলেন, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) উজিরপুরের পৃথক স্থান থেকে ছয়জনকে গ্রেপ্তার করে হত্যা মামলায় আদালতে সোপর্দ করলে বিচারক তাদের জেল হাজতে পাঠান।
৪২ দিন আগে