শান্তি-শৃঙ্খলা নিশ্চিতে নির্বাচন অপরিহার্য
জনজীবনে শান্তি-শৃঙ্খলা নিশ্চিতে নির্বাচন অপরিহার্য: মেজর হাফিজ
বিএনপির সিনিয়র নেতা হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, রাষ্ট্র পরিচালনা করা অত্যন্ত চ্যালেঞ্জিং কাজ। বুধবার (১২ ফেব্রুয়ারি) খুলনার শহীদ হাদিস পার্কে খুলনা জেলা বিএনপি আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন
হাফিজ বলেন, 'কার্যকরভাবে রাষ্ট্র পরিচালনা এবং জনজীবনে শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করতে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অপরিহার্য।’
আরও পড়ুন: জনগণের ভাষা আপনারা নন, বুঝি আমরা: অন্তর্বর্তী সরকারকে গয়েশ্বর
বিএনপি নেতা আরও বলেন, সংবিধান সংশোধনের এখতিয়ার কেবল নির্বাচিত জনপ্রতিনিধিদেরই রয়েছে। ‘জনগণের ভোটে নির্বাচিত সরকারই কেবল দেশে প্রয়োজনীয় সংস্কার আনতে পারে।’
তাই এ বছরের মধ্যেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান তিনি।
যে গণতন্ত্রের জন্য ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই গণতন্ত্রের কথাও তুলে ধরে তিনি বলেন, আওয়ামী লীগ সেই গণতন্ত্রের জায়গায় একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজের জীবনের ঝুঁকি সম্পর্কে পুরোপুরি সচেতন হয়ে যে স্বাধীনতা ঘোষণা করেছেন— তা বাস্তবে বাস্তবায়ন করতে হবে।
তিনি সাম্য, সামাজিক মর্যাদা এবং মানবি মর্যাদার জন্য লড়াইয়ে তার দলের প্রতিশ্রুতির উপরও জোর দেন।
আগামী অক্টোবরের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলার বিচার হবে বলে আশা প্রকাশ করেন সাবেক মন্ত্রী হাফিজ উদ্দিন।
তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ আশাবাদী; জুলাইয়ের গণঅভ্যুত্থানে হাজার হাজার মায়ের দুর্ভোগের জন্য দায়ীদের কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র যেন রক্ষা করতে না পারে।’
আরও পড়ুন: হাসিনা পাসপোর্ট ছাড়া ভারতে বসে দেশের বিরুদ্ধে উসকানি দিচ্ছেন: রিজভী
৩০৮ দিন আগে