শাহবাজ সানী
মারা গেছেন তরুণ অভিনেতা শাহবাজ সানী
তরুণ অভিনেতা শাহবাজ সানি আর নেই। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ফেসবুকে এক পোস্টের মাধ্যমে সানির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।
ফেসবুকে ভেরিফায়েড পেজে অপূর্ব লিখেছেন, অভিনেতা শাহবাজ সানী আর আমাদের মাঝে নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন। সবাই সানীর জন্য দোয়া করবেন।
অভিনেতা নিলয় আলমগীরও ফেসবুকে এক পোস্টের মাধ্যমে সানির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় আর নেই
বিনোদন জগতের অনেকে মৃত্যুর বিষয়টি জানালেও সানির মৃত্যুর সময় ও কারণটি নিশ্চিত করতে পারেননি।
নির্মাতা ইমরাউল রাফাতের ‘কাছে আসার পর’ নাটক দিয়ে বিনোদন জগতে যাত্রা শুরু করেছিলেন শাহবাজ সানী।অল্প সময়েই মধ্যেই সানি তার অভিনয়ের গুণে দর্শকের প্রিয় হয়ে উঠেছেন এবং সেইসঙ্গে অর্জন করেছেন নির্মাতাদের আস্থাও।
৩০২ দিন আগে