পোশাক শ্রমিক দম্পতি
ধামরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ধামরাইয়ে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক পোশাক শ্রমিক দম্পতিসহ ৩ জন নিহত হয়েছেন।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপল চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি ও বালিথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টাঙ্গাইলের বাসিন্দা বাবুল হোসেন (৩২) ও তার স্ত্রী শারমিন (২৮)। অপরজন মানিকগঞ্জের সুভাষ লৌহকার (৭৫)।
পুলিশের তথ্যমতে, রবিবার রাত ৯টার দিকে মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলেন বাবুল-শারমিন দম্পতি। বাথুলি এলাকায় পৌঁছালে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তারা।
আরও পড়ুন: ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
পরে স্থানীয়রা উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এই দম্পতি স্থানীয় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন বলে নিশ্চিত করেছে পুলিশ।
অন্যদিকে, একইরাতে বাথুলি এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় সুভাস লৌহকার নিহত হন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ওসি রূপল চন্দ্র জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
২৯০ দিন আগে