ডা. ফরহাদ
সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো যাবে না: ডা. ফরহাদ
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার বলেছেন, সংস্কারের কথা বলে নির্বাচন পিছিয়ে দেওয়া যাবে না।
তিনি বলেন, ‘পৃথিবীর নিকৃষ্ট শাসক শেখ হাসিনা। তাই তাদের রাজনীতি করার সুযোগ নেই। অন্তর্বর্তী সরকারকে বলব দ্রুত নির্বাচন দিন।’
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে শরীয়তপুর পৌরসভা মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংস্কারের প্রসঙ্গে তিনি বলেন, ‘অতীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়া সংস্কার করেছেন। আর ভবিষ্যতে তারেক রহমানের নেতৃত্বে সংস্কার হবে।’
তিনি বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বিএনপির অসংখ্য নেতাকর্মী মামলা-হামলা নির্যাতনের শিকার হয়েছেন।’
আরও পড়ুন: জনগণের প্রত্যক্ষ প্রতিনিধিত্ব ছাড়া রাষ্ট্রের সংস্কার সফল হবে না: তারেক
তিনি বলেন, ‘আগামী দিনেও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে আমাদের বিজয় হবে। আর জনগণের ভোটের মাধ্যমেই বিএনপি ক্ষমতায় আসবে।’
জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান কিরন এবং সাধারণ সম্পাদক ও সাবেক এমপি একেএম নাসির উদ্দীন কালুর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টু, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা। এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।
২৯১ দিন আগে